আমাদের কথা খুঁজে নিন

   

ডেনমার্ক কি তবে ক্রুসেড দেখতে চায়?

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

ডেনমার্ককে আগে ভাবতাম উদার মানসিকতার দেশ। কিন্তু এটি যে অতন্ত ঘৃণ্য মানসিকতার কিছু নাগরিকের দেশ তা জানতাম না! সর্ব প্রথম ২০০৫ সালের সেপ্টেম্বরে ডেনমার্কের জিল্যান্ড-পোস্টেন পত্রিকাটি মহানবী (সাঃ)-কে ব্যঙ্গ করে কয়েকটি কার্টুন ছাপে। মুহুতেই সারা বিশ্বের মুসলমানরা এই জঘণ্য ঘটনার নিন্দায় ক্ষোভে ফেটে পড়েছিল। সে কথা দুষ্কৃতিকারীদের ভুলে যাবার নয়। কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে সেই কুখ্যাত জিল্যান্ড-পোস্টেনসহ ডেনমার্কের প্রধান ১৭টি নিউজপেপার একযোগে আবার মহানবী (সাঃ)-এর ব্যঙ্গত্ন কার্টুন ছাপায় গত ১৩ই ফেব্রুয়ারি। শুধু তাই নয় ডেনমার্কের রাষ্ট্রিয় টেলিভিশনেও এই কার্টুন প্রদশন করা হয়। কার্টুনটিতে দেখানো হয়, কাল্পনিক মহানবী (সাঃ) তার মাথায় জ্বলন্ত ফিউজসহ বোমাসদৃশ একটি পাগড়ি বহন করছেন! কী স্পর্ধা! কী নির্মম! কেন বারবার কথিত মত প্রকাশের স্বাধীনতার নামে ইসলাম ধর্মের নবীর বিরুদ্ধে তথা ইসলাম ও মুসলমানদেরই বিরুদ্ধে সুপরিকল্পিত ও সংঘবদ্ধ ঘৃণ্য প্রচারণা? কেন বারবার প্রিয় নবীর অবমাননা করে মুসলমানদের হৃদয়ে চরম আঘাত হেনে উষ্কানির অপচেষ্টা? কেন? কেন? ডেনমার্ক কি জানে না এর পরিণতি কি? ২০০৫ সালে কি তারা ঝলক দেখেনি? তবু কেন বারবার এমন সংবেদনশীল ইস্যুতে মুসলমানদেরকে অস্থিতিশীল করতে চাওয়া? এটা কি কোন গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় না? ২০০৫ সালের সেই নরাধম কার্টুনিস্টকে কথিত ও অপ্রমাণিত হত্যা পরিকল্পনার খবর প্রকাশের পর ডেনমার্কের পত্রিকাগুলো এই পাপাচার ঘটায়। জিল্যান্ড-পোস্টেন পত্রিকায় ২০০৫ সালে প্রকাশিত কার্টুনগুলোর একটি পুনঃপ্রকাশের যুক্তি (?) হিসাবে দুষ্টচক্রের এডিটররা বলছে, মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য 'লড়াই' অব্যহত থাকবে! আশ্চয! কার বিরুদ্ধে 'লড়াই'? কিসের 'লড়াই'? কেন 'লড়াই'? তবে কি এই জাতীয় প্রচার ' অব্যহত' থাকবে? ডেনমার্ক কি তবে ক্রুসেড দেখতে চায়? এতোটাই ইসলাম বিদ্বেষ? এই বুঝি 'প্রগতি'র নমুনা! এই বুঝি 'ধমনিরপেক্ষতা'! জগতের আর বুঝতে বাকি নেই প্রকৃত 'প্রতিক্রিয়াশীল' কারা! লড়াই? জানি- " সত্য ও মিথ্যার লড়াই কিয়ামত পর্যন্ত চলবে " - মহানবী (সাঃ)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.