আমাদের কথা খুঁজে নিন

   

বিপরীত বিশ্ব

কবিতা/ গল্প/ উপন্যাস/ প্রবন্ধ/ অন্যান্য

রক্তের উষ্ণতা বেড়ে গেলে পৃথিবীটা যার হাতে মুঠোয় বন্ধি হয় আমি তার প্রিয় সহোদর, বিগত বছর ব্যয় হয়েছে সমকাম-স্বমৈথুনে। ঈশ্বর প্রবণতা সমকালিন নদীর গহীন বন্ধন যার চারপাশ জুড়ে সাম্যবাদ গ্রাস করেছে তার জন্যই তুমি তৈরী করো সম্রাজ্যবাদ ! অবিশ্বাসের ডানায় বিলীন হওয়ার আগেই একবার ঈশ্বরের কাছে নতজানু হয়েছিলাম, তার কাছে জানতে চেয়েছিলাম, সর্ব ড়্গমতার নেপথ্য উৎস। তারপর রক্তের ঋণের মতো নিঃসঙ্গবোধ রাতের পেঁচার মতো উপহাস হজম করেছি উত্তর মেলেনি, কেবল বিভ্রানেত্মর আকাশে উড়েছি শূণ্য। সেই শূণ্যতা আর সম্রাজ্য মোহে আটকে গেছে যারা তারাও সহোদর শত্রম্ন, যেন দানবের সাথে মানবের বসবাস। কক্সবাজার, ১০ ডিসেম্বর ২০১০।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।