আমাদের কথা খুঁজে নিন

   

বিপরীত



প্রায়ই আমার দুঃখের পাশে নতুন কোন দুঃখ এসে বসে,
সুখের পাশে সুখ রাখতে গেলেই সবাই মিলে পঁচে।

প্রায় ই আমার খোলা দোয়ার
রোদ বৃষ্টি শ্রাবণ
হাত ভর্তি জ্যোত্‍স্না আর খনি ভর্তি আকর,
সতর্ক হয়ে বন্ধ দ্বারে পরাই শেকল যখন
যখন আমি বসাই ছত্রি তন্ত্রী প্রহরী সকল,
তখন ই হয় ভীষণ চুরি
থাকে না পড়ে একটি ও ময়লা আধুলি
ভীষণ খরা সরা ভরা
খুঁজে দেখি স্বপ্নহীন দু'চোখ ই মরা।

যখন আমি সাঁতারু না
নদী ভর্তি জল
ডাকতো আমায় সকাল বিকেল- নাইবি কিনা বল,
যখন আমি নাইতে গেলাম নদী ও গেলো সরে
বালুর চরা বুক জুড়ে তার
ব্যথা পাবো বলে;
যখন আমি কিশোর থেকে প্রেমিক হলাম
যখন যোগ্য হয়ে উঠতে চেলাম,
তখন আমি প্রেমের নামে সুখ কে ফেলে দুঃখ ছুঁলাম।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।