আমাদের কথা খুঁজে নিন

   

বিপরীত ছন্দ

ব্লগে আসার বা থাকার কোন কারন খুজে পাই না,তবু পুরনো টানে বার বার আসি সামুতে
এক তোমায় দেখতে ইচ্ছে হচ্ছে ভীষণ.. বাসন্তী রাঙা শাড়িতে, একটু হাঁটবে আমার সাথে.? একটু হাসবে প্রাণ খুলে.! মনের আধাঁরে লুকিয়ে থাকা যতো মান-অভিমান সব যাবে মুছে... ......সত্যি বলছি....... কি..? আমাকে কি তোমার পাগল মনে হচ্ছে.? তুমি তো আমাকে পাগলই বলো........ দুই বিনিদ্র রজনীতে করেছ কি? সপ্ন বুনেছ? -না । তাহলে ভাঙ্গা সপ্নগুলো সাজিয়েছ? -না । ...বিরহ কাতরতা? -না । তাহলে? -আধাঁরে নিশ্চুপে নীরবতার কথকতা শুনেছি আর আলো আধাঁরের মোহনাহীন মিলনের প্রহর গুনেছি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।