আমাদের কথা খুঁজে নিন

   

বিপরীত পাঠ

পাখি এক্সপ্রেস

মন্তব্য বেড়ে যাবার পর ভাবি- চাষাবাদ ভালো হয় দলচ্যুত চলে যাই ক্লাউড লেডার ধরে আর এক কাপ চা'ও নয় অপরাপর যারা স্পাইডার ভাঙতে পারেননি চলেন... আমরা একত্রিত হই বছরের শেষ কবিতা পাঠে কেউ সুন্দর হবো না বুনোফল খাবো না # জল ভাগ করি ছুঁয়ে দিই তোমার ঘাসফুল মূলধন গুঁজে দিই ভাঁজে ভাঁজে দূর্যোগে একটি কবিতা দিও আমরা চাঁদের আত্মহত্যা দেখতে নতুন চরের চিৎকারে যাবো মনে রেখো, কোন যতি হবে না কবিতা লেখার কাজ বুঝে নিও # নিশ্চিতভাবে বলতে পারো না- আজ সোমবার তোমার জন্মদিন হলেও না ক্যালেন্ডারের কোন পাতা হারিয়ে যেতে পারে এমনকি তোমার ভিন্ন নেশায় ভায়োলেট সিনড্রোম অথবা পুরোনো ফুল অস্বীকার করলো তুমি মনডে' ম্যানিয়া নও ও পাড়ায় যাও- নতুন কিছু খরগোশ রোদ পোহাচ্ছে # আর গভীরে গেলেই বিষের শিকড় চুষতে পারো নবজাতকের বৃদ্ধাঙ্গুল ওসব আমার কাজ নয় বাজারে ভেজাল রুমালে সয়লাব না, গুনে দেখি আকাশের হলুদ পাখি তুমিও যাবে? হ্যাঁ, আমাদের দশ ইঞ্চি পুরো দেয়ালও গেছে # আসুন কবিতা পাঠে আপনাকে ভালো জানি- সামনে বসুন দ্বিতীয় আপনি- ডানে অন্যরা সামনে পেছনে বামে জানেনতো... ঈশ্বর মাথার উপর শ্রদ্ধা, ভক্তি এমনকি বিরক্তিও রাখতে পারেন প্লীজ, আমরা বুকে হাত রাখি এ মাটিতে একসময় সরিষার চাষ হতো সবার আগে হলুদ ফুলের পাঠ জানেনতো... ঈশ্বর মাথার উপর ... এসব বিপরীত পাঠ ২৪ অক্টোবর, রাত ১০.১০ মি. কম্পিউটার হাট, মাইজদী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।