আমাদের কথা খুঁজে নিন

   

মুরগির হোটেল!


শখের মুরগিকে এক বেলা উপাদেয় খাবার খাওয়ানোর জন্য একটি হোটেল খোলা হয়েছে। তা নাকি আবার পাঁচ তারকা মানের। ইংল্যান্ডের কর্নওয়ালের হেলস্টোন শহরে হোটেলটি খুলেছেন ডেভিড রবার্টস নামের এক ব্যক্তি। রবার্টস শুরুতে যখন তাঁর এ পরিকল্পনার কথা বলেন, তখন অনেকে ভেবেছিলেন তিনি স্রেফ মজা করছেন। কিন্তু সত্যি সত্যি রবার্টস যখন নিজের খামারে হোটেলটি চালু করলেন, তখন তা স্থানীয় অনেক লোককে আকৃষ্ট করল।

দেখা গেল, বড়দিনের উৎসব সামনে রেখে মুরগি পালনকারী অনেকে হোটেলের মুরগির খাঁচা আগাম ভাড়া করে রাখছেন। গেল বড়দিনে মুরগির মালিকেরা মুরগি নিয়ে ওই হোটেলে হাজির হন। মুরগিগুলো সন্ধ্যার আগ পর্যন্ত হোটেল প্রাঙ্গণে ঘুরে বেড়ায়। শিয়াল যাতে হানা দিতে না পারে, সে ব্যবস্থা নিশ্চিত করে হোটেল কর্তৃপক্ষ। রাতে মুরগিগুলোকে বিলাসবহুল খাঁচায় রাখা হয়।

দেওয়া হয় উন্নতমানের খাবার। ওই হোটেলে প্রতি রাতের জন্য মুরগিপ্রতি ব্রিটিশ মুদ্রায় দিতে হয় দুই পাউন্ড করে। মুরগির মালিক চাইলে ওই হোটেল থেকে পরিবহন সুবিধাও নিতে পারেন। হোটেলে ডিম থেকে ছানা ফোটানো ও ছানার পরিচর্যার সুব্যবস্থাও রয়েছে। {সংগ্রহ-অরেঞ্জ অনলাইন।

}
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।