আমাদের কথা খুঁজে নিন

   

জহির রায়হানের চলচ্চিত্র বিষয়ক কর্মশালা: সমকালীন প্রেক্ষিতে জহির রায়হান পাঠ ও পর্যালোচনা

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

বাংলাদেশের সবচেয়ে গুণী ও সৃজনশীল চলচ্চিত্রকার হিসেবে জহির রায়হান-এর অবস্থান নিঃসন্দেহে সকল ধরনের বিতর্কের ঊর্ধ্বে। ১৯৬০ থেকে ১৯৭১- মাত্র ১১টি বছর সময় পেয়েছিলেন তিনি চলচ্চিত্রে তাঁর নিজস্বতার স্বার উৎকীর্ণ করার জন্য। চলচ্চিত্র পরিচালনা কিংবা প্রযোজনার কাজটি ছাড়াও তিনি উপন্যাস ও ছোটগল্প লিখেছেন, রাজনৈতিক ক্ষেত্রে প্রতিবাদী ভূমিকায় অংশগ্রহণ করেছেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি চলচ্চিত্রকারদের নেতৃত্ব দিয়েছেন। তাঁর কিছু চলচ্চিত্র নান্দনিকতার উত্তুঙ্গ শিখর স্পর্শ করতে সম হয়েছে।

‘স্টপ জেনোসাইড’, ‘কাঁচের দেয়াল’, ‘জীবন থেকে নেয়া’- চলচ্চিত্রগুলো বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণকলার ক্ষেত্রে মাইলফলক হয়ে রয়েছে। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি, জহির রায়হান চলচ্চিত্র সংসদ ও বাংলা চলচ্চিত্র সংসদ যৌথভাবে মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্রকার জহির রায়হান বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। কর্মশালার শিরোনাম ‘সমকালীন প্রেক্ষিতে জহির রায়হান পাঠ ও পর্যালোচনা’। কর্মশালাটি পরিচালনা করবেন চলচ্চিত্র-অধ্যাপক ও লেখক ড. জাকির হোসেন রাজু। কর্মশালাটি হবে আগামী ২৫ ও ২৬ নভেম্বর, ২০১১, (শুক্র ও শনিবার), সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

কর্মশালায় অংশগ্রহনে আগ্রহীদের নিবন্ধন করতে হবে আগামী ২০ নভেম্বর-এর মধ্যে। জহির রায়হান প্রকৃতপে কী? তিনি কি শিল্পসম্মত চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে একজন কিংবদন্তী নির্মাতা? অথবা একজন চতুর চলচ্চিত্র-প্রযোজক? তিনি কি এদেশের জনমানুষের তৃণমূল পর্যায়ের আশা-আকাক্সা তুলে ধরার রূপকার কথাশিল্পী? বর্তমানে আমরা কোন অবস্থানে জহির রায়হানকে স্থাপন করব? একবিংশ শতাব্দীতে জহির রায়হানের মূল্যায়ন কী হবে? স্বাধীনতার ৪০ বছরে পা রেখেছি আমরা, জহির রায়হান বর্তমানে কতটুকু প্রাসঙ্গিকতার দাবিদার? সময়ের প্রেক্ষাপটে জহির রায়হান এবং তাঁর চলচ্চিত্রকর্মকে বিশ্লেষণ করতে উল্লিখিত প্রশ্নগুলো এবং আরও কিছু প্রশ্ন উন্মোচনের প্রয়াসে প্রস্তাবিত এই কর্মশালা। কর্মশালার কাঠামো ৫টি সেশনে বিন্যস্ত ১। জহির রায়হান: প্রেক্ষাপট বিশ্লেষণ ২। ‘তৃতীয় বিশ্বের চলচ্চিত্র’ ও সংশ্লিষ্ট চলচ্চিত্রকারদের বিশ্লেষণ-উপলব্ধি-প্রয়াস ৩।

জহির রায়হান: একজন মুক্তিযোদ্ধার অবয়ব ৪। জহির রায়হান: চলচ্চিত্র-নির্মাতার প্রতিকৃতি ৫। জহির রায়হান: চলচ্চিত্র প্রয়াসের অবস্থান নির্ণয়, পদ্ধতি ও প্রয়াস আগ্রহীদের যোগাযোগ করতে হবে: নোভা, ৫০, আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা, বাংলাদেশ। ফোন: ০১৮১৫ ১১০২৮২।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.