আমাদের কথা খুঁজে নিন

   

জহির রায়হান

আমি বই পড়তে খুব পছন্দ করি এবং পছন্দ করি সেগুলো নিয়ে আলোচনা করতে। তাই কারো যদি কোন বই ভাল লাগে বা নতুন কোন বইয়ের খবর যদি কেউ জানেন তবে আমাকে বললে আমার খুব ভাল লাগবে।

আজ খুব মারা যেতে ইচ্ছা করছে কারণ মারা গেলে হয়তো স্বর্গে যাব আর সেখানে নিশ্চই জাহির রায়হানে এতদিন বসে বসে বহু উপন্যাস লিখে ফেলেছেন, যেভাবেই হোক স্বর্গের প্রহরিদের ঘুষ দিয়ে হলেও আমি সেখানে যেতে চাই আর ওনার সবগুলো উপন্যাস পড়তে চাই। আজকে পর পর ছয়টা জাহির রায়হানের উপন্যাস পড়লাম। হয়ত অনেকে বলবেন ‘এতদিন পর পড়লেন?’।

আমি জানি, কিন্তু দুখের হলেও সত্তি আমার বন্ধু বান্ধবদের মধে আমিই শুধু এই বইগুলো পড়েছি তাই কারো সাথে আড্ডা দিতে পারছিনা আর এই জন্যওই ব্লগ এ লেখা। একজন ঔপন্যাসিকের কয়েকটা বই পর পর পড়লে একটা একঘেয়েমি আসে একইরকম লেখা মনে হয় কিন্তু এই মানুষটার প্রত্যেকটা লেখা সম্পুর্ন আলাদা। বইগুলো নিয়ে পরের পোস্টে লিখব। শুধু একটা কথা জানতে চাই আচ্ছা বরফ গলা নদী বইটির নাম বরফ গলা নদী কেন? কাহিনীর সাথে কিছু মিল পাছি না। আমি আবার সাহিত্য কম বুঝি তো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.