আমাদের কথা খুঁজে নিন

   

ভার্সিটি নামের কেজি স্কুল,ক্লাস পাগল স্যার,ক্রাক ছেলেদের কাহিনী।সাথে একটা রিয়াল লাইফ ইঞ্জিনিয়ারিং জোক।

http://rmpalash.blogspot.com/

"তোমরা যেখানেই যাও খবরদার কোন ঝামেলা করোনা। তোমরা যেখানেই যাও খালি মার খেয়ে আসো। সুতরাং ঝামেলা না করাই ভাল। " আজকে স্যার আমাদের এই উপদেশ দিলেন। স্যারের ভাষ্যমতে অতিরিক্ত পড়াশোনার কারনে আমাদের সবার মাথা আসলে কমবেশি ক্রাক।

প্রতিবাদ করতে পারলামনা। কি করে করবো,কারন স্যার যে অতি সত্য বলেছেন। এই পর্যন্ত আমাদের যে ছেলেরা যেখানেই ঝামেলা জড়িয়েছে সেখান থেকেই মার খাইয়া ভুত হয়ে ফিরেছে। *************************************** যেই স্কুলে পড়তাম সেইখানে স্যারেরা ঠিকমত ক্লাস নিতো না। অনেক ক্লাস আমি নিজেও ফাকি দিতাম।

এরপর যখন নটরডেমে ভর্তি হলাম তখন চাপ বেড়ে গেল অনেক। নিয়মিত ক্লাস হত। কিন্তু কোন কারনে ক্লাস না হতে পারলে এক্সট্রা ক্লাস হতোনা। শুধুমাত্র জহরলাল স্যার শেষের দিকে কয়েকটা নিতেন। ভর্তি হলাম ভার্সিটিতে।

এইখানে আরো এক ডিগ্রী আগানো। যেই কয়টা ক্লাস হওয়ার কথা তাতো হয়ই তার চেয়ে কয়েকটা বেশি নেবার জন্যে স্যারেরা যেন মুখিয়ে থাকেন। নিয়মিত ক্লাস করেই বাচিনা আবার এক্সট্রা ক্লাস। আমি জানতাম স্কুল সবচেয়ে কড়া,তারপরে কলেজ আর ভার্সিটি মানে পুরা স্বাধীন। কিন্তু আমার ক্ষেত্রে ঘটনা পুরাই উলটা।

******************************************* আজকে প্রথমে একটা এক্সট্রা ক্লাস করলাম। তারপরে অন্য স্যার এসে আবার এক্সট্রা ক্লাস নিতে চাইলেন। তখন একমেয়ে বলে উঠলো ,"এইস্যার গুলা এইরকম কেন?" আসলেই তো তারা এইরকম কেন? *********************************** শেষ করি একটা রিয়াল লাইফ ইঞ্জিনিয়ারিং জোক দিয়া। একটা সাবান কোম্পানি। সম্পুর্ন অটোমেটিক।

একপাশে কাচামাল দিলে আরেক পাশে সাবান প্যাকেট হয়ে বের হয়ে আসে। একসময় দেখা গেল যন্ত্রে সমস্যার কারনে মাঝে মাঝে কিছু প্যাকেটে সাবান ঢুকছে না। এই খালি প্যাকেটগুলোও ভালগুলির সাথে মার্কেটে চলে যাচ্ছে। ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেয়া হল এই সমস্যা দূর করার জন্যে। সে একটা স্কানার বসালো।

আর একজন লোক নিয়োগ করলো যার কাজ হচ্ছে স্কানার দেখে দেখে খালি প্যাকেট সরিয়ে নেয়া। কয়েকদিন কাজ করার পর ঐ লোক ইঞ্জিনিয়ার কে জিজ্ঞেস করলো স্যার আমার কাজতো খালি প্যাকেট আলাদা করা । তাই না? ইঞ্জিনিয়ার বলল হ্যা। তাইলে স্যার আমার কি দরকার?লাইনে একটা ফ্যান বসিয়েদিলেই ত হয়। বলুন কে আসলে ইঞ্জিনিয়ার যেই ব্যাটা পইড়া গাধা হয়েছে না যে না পড়ে বুদ্বি দিয়েছে??


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.