আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম প্রেম



না, প্রথম কন বিষয় নিয়ে আমার বাড়াবাড়ি রকমের কোন আগ্রহ নেই। প্রথম স্কুলে জাওয়া, প্রথম সাইকেল চালন, প্রথমা সাতার কাটা, এসব কোন কিছুই আমার বিশেষ ভাবে মনে পড়েনা। তবে প্রথম প্রেম টা আমার ভাল ভাবেই মনে আছে। না সেটা প্রথম হবার কারনে না। আমার মনে হয় সেটা অন্য কোন কারনে।

আমি আজো বুঝিনা কারন টা কি? এটাও বুঝিনা সেটাই আমার একমাত্র প্রেম কি না। না , একমাত্র প্রেম হতে জাবে কোন দুঃখে। তার পারত কত প্রেম করলাম। হয়ত প্রেমে ১০০ মেরেছি। কিন্তু এখন আমার সেই প্রেমকে ভুলতে পারিনা কেন? এটাই আমার কাছে অনেক সময় বড় রহস্য মনে হয়।

আসা যাক সেই প্রেমের কাহিনী তে, আমি তখন ক্লাস নাইনে পড়ি। আমার বাড়িটা শৈলকূপা শহরে। আমাদের বাড়ির পাসে একটি ম্যাচ ছিল। ম্যাচের একটি ছেলে। আমি প্রতিদিন স্কুলে যাবার সময় আমার দিকে তাকি থাকত তার সুন্দর চোখের দৃষ্টি নিয়ে।

এত ভালবাসা মিশ্রিত দৃষ্টি আমি আর দেখিনি কখন। (তখন কার অনুভূতিতে)। এমন একটি অবস্থার সৃষ্টি হল যে ঐ দৃষ্টির সামনে যাবার জন্য আমি সবসময় মুখিয়ে থাকতাম। এভাবে চোখের দেখাতেই আমি তাকে ভালবাসা সুরু করি। ভালবাসাটি সম্ভবত সেখানেই শেষ হয়ে যেত।

কিন্তু ছেলেটি সাহসিকতায় সেটা প্রেমে রূপ নিতে দেরি হয়নি। একদিনের ঘটনা, আমি স্কুলে যাচ্ছি। ছেলেটা আমার পথ দাড়িয়ে ছিল। সকলের দৃষ্টিকে উপেক্ষা করে সে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার সেই অসম্ভব আকর্ষণ সক্তির আবেদন কে অগ্রায্য করতে পারলাম না।

তার দিকে এগিয়ে গেলাম। কিছু বলবে? তোমাকে ভালবাসি। জানি তুমিও আমাকে ভালবাসা। তোমার দুটি আঁখি সেকথায় বলে আমাকে। আমি তোমার জন্যই মনে হয় এতদিন অপেক্ষা করেছিলাম।

তোমার দৃষ্টিতে জখন আমার ভালবাসা প্রতিবিম্ব দেখতে পেলাম তখন আর তোমাকে আমার ভালবাসার কথা না বলে পারলাম না। আমার জন্য তুমি কষ্ট পাবে, আমার দুর্বলতার জন্য তুমি কষ্ট পাবে সেটা আমি চাইনি। তাই কন ভণিতা না করে তোমাকে আমার মনের কথাটা বলে দিলাম। তোমার মনের কথা আমি জানি তাই তোমাকে কিছু বলতে হবেনা। তুমি এখন স্কুলে জাও।

সেদিনের সেই অনুভূতি আমি আর কাওকে কখন বলতে পারব না। শেযে কি সুখের অনুভূতি। যে অনুভূতি আগে কখন আমি পাইনি। সেই অনুভূতির সাথে আমাকে পরিচিত করে দিল একটি অপরিচিত, অচেনা অসম্ভব সুন্দর একটি ছেলে। জার নাম , বাড়ি কিছুই আমি জানি না।

সুধু জানি সে আমাকে ভাল বাসে আমার ভালবাসার কথাও সে জানে। এটুকু জেনেই কি একজন কে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালবাসা যায়? :[ :] :] এখন মনে হলে কান্না-মিশ্রিত হাসি হাসতে ইচ্ছা করে, কি বোকা ছিলাম আমি!!!!!!!!!!!!!!!!! তার পর থেকে আমাদের নিয়মিত দেখা হতে লাগল। আমি তার নাম জানলাম, শুভ। পড়ালেখা করে শৈলকূপা ডিগ্রী কলেজে, ইন্টারমিডিয়েটে। সে সব সময় বলত, আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারি।

এখানে আমি ভাবতাম এটা আবার কেমন কথা? ভালবাসা মানেইত একে অপরের জীবন নিয়ে-নেয়া। সেকি তাহলে তার জীবন এখন আমার হাতে দেয়নি? আমার ভালবাসার পরিমাণ দিনে দিনে বারতেই থাকে। একদিন ওকে পরীক্ষা করার জন্য বললাম আমার ভাই কে চিন? সে কিন্তু খুবই কঠিন মানুষ। সে জানতে পাড়লে আমাদের দুজনকেই খুন করে ফেলবে। সে তার উত্তরে বলল, একদিন মারা জাব তাই বলেত এখনই হাত গুটিয়ে বসে থাকলে হবে না।

জীবন টা যত দির্ঘায়ীত করতে পরি সে চেষ্টা করে যাব। তোমার ভালবাসা পেলে জীবনটা এখনই দিতে আমার কোন দ্বিধা থাকবে না। যেদিন থেকে তোমাকে ভালবেসেছি সেদিন থেকেই আমি আমার জীবনটা তোমার হাতে দিয়ে রেখেছি। শুভর চতুরতা পূর্ণ ভালবাসার কথায় আমি আমার স্বপ্নের পৃথিবীটাকে সাজাচ্ছিলাম। আমার পৃথিবীটা জখন প্রায় সাজান ঠিক তখনই একদিন শুভর দৃষ্টি দেখেই আমার একটু ভয় করছিল।

একটু অপ্রকৃতিস্থ মনে হল। ওমার দিকে সেই চেনা দৃষ্টিতে আর তাকাচ্ছে না। আমি ওকে বললাম কি হয়েছে তোমার? তোমার সাথে জরুরি কথা আছে। কি কথা বল। দেখ, আমার কথায় কষ্ট পেও না।

জানি তুমি কষ্ট পাবে তবু বরতে হচ্ছে। আমি জানি তুমি আমাকে কষ্ট দেবেনা। না, আমি ইয়ার্কি করছিনা। আমি সুরু-থেকেই তোমাকে আমার অনেক কিছু গোপন করেছি। কথাগুলো আগেই বলা উচিত ছিল।

কিন্তু আমি বলিনি। কথাটা বল না! আমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না। তুমি আমাকে ভুলে যাউ। আমি অনেক খারাপ একটা ছেলে। তুমি কি একথাই আমাকে বলতে এসেছ? আমি হিন্দু।

তুমি মুসলমান, এ সম্পর্ক কখনই সম্ভব না। আমি আর ওর দিকে তাকাতে পারছিলাম না। অঝর ধারায় আমার চোখে বৃষ্টি ঝরছিল, আমার মনেও। আমি কখনই ভাবতে পারিনি যে আমাদের সম্পর্ক এত অল্প দিনে শেষ হবে। আমি মরিয়া হয়ে উঠলাম, আমাদের সম্পর্ক এভাবে শেষ করতে পারবনা।

আমি বললাম, আমার হাত কেটে তুমি সিঁদুর পরিয়ে দাও: আজ থেকে আমি সুধু তোমার। তুমি ছাড়া আমার আর কিছুই সত্য না। আজ মরতে হলে তোমার কাছেই আমি মরবো। তখন ও আমার আরও কষ্ট দিয়ে বলল: তুমি এখন অনেক ছোট, তুমি ভুল করতে পার আমি পারিনা। সামান্য ভালবাসার জন্য আমি ধর্ম কে অগ্রাহ্য করতে পারব না।

তাছাড়া আমি তোমাকে কখনই ভাল বাসিনি। আমি এতদিন যা করেছে সব ছিল অভিনয়। তুমি এখন বাড়িতে যাও। এভাবে আমার প্রথম প্রেমের সমাপ্তি ঘটে। এখন আমি আর ছোট নেই।

অনেক বড় হয়েছি, অনেক কিছু বুঝি। আমিও আর ভুল করিনা। জানি শুভ সেদিন আমার বর্তমান মানসিকতা নিয়েই আমার কাছে এসেছিল। ভুলত করছি না, কিন্তু যা করছি তাইকি অনেক বড় ভুল না? তার পরেত অনেক প্রেম করলাম সেই অনুভুতিত আর নেই। আমি কি তাহলে অনুভূতি শূন্য একটি জড়পদার্থ হয়ে যাচ্ছি? এভাবে কি সবাই হয়? আমি সেদিন শুভর কাছ আমার সবকিছু উৎসর্গ করেছিলাম, শুভ আমাকে ফিরিয়ে দিল।

কেন? শুভ কি আমাকে সত্যি ভালবেসেছিল? কথাটা ভাবতে আমার খুবই ভাল লাগে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.