আমাদের কথা খুঁজে নিন

   

আসছে সাশ্রয়ী‘আইফোন ৫সি’!

দীর্ঘদিন ধরেই বাজার গবেষকেরা বলছেন শিগগিরই সাশ্রয়ী দামের একটি আইফোন আনবে অ্যাপল। এবারে এক ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, আইফোনের নতুন সংস্করণের নাম হতে পারে ‘আইফোন ৫ সি’। এ ফোনে থাকবে ফিংগার প্রিন্ট শনাক্ত করার প্রযুক্তি। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
বাজার গবেষকেরা জানিয়েছেন, আইফোনের নামে কী যায় আসে?  তবুও নতুন পণ্যের ক্ষেত্রে নামটিও অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।

এবারে সাশ্রয়ী আইফোনের নাম নিয়ে চলছে নানা গুঞ্জন।
অ্যাপল কর্তৃপক্ষ কখনও গুঞ্জন বা ফাঁস হওয়া তথ্য সম্পর্কে মুখ খোলে না। সম্প্রতি চীন থেকে ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে চীনা নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের লোগোযুক্ত ‘আইফোন ৫ সি’ নাম লেখা প্লাস্টিক প্যাকেট তৈরি করছে। চীনের উয়িফোন নামের একটি ওয়েবসাইটে এ ছবি ফাঁস হয়েছে। গবেষকেরা বলছেন, সাশ্রয়ী দামের আইফোন বেশ কয়েকটি রঙে বাজারে আসবে।

আর এ ফোনগুলো বাজারে আনতে ব্যবহূত হবে প্লাস্টিকের প্যাকেট।
অবশ্য, অ্যাপলের সাশ্রয়ী আইফোনের নাম নিয়ে চলা গুঞ্জনে বেশ কয়েকটি ওয়েবসাইটে একে ‘আইফোন ৫এস’ বলা হচ্ছে। শক্ত প্লাস্টিক বা পলি-কার্বনেটের কাঠামোতে তৈরি চার ইঞ্চি মাপের এই আইফোন ২০০ ডলারের মধ্যে বিক্রি করতে পারে অ্যাপল। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.