আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে স্বাধীনতার ঘোষক:



কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নন, তৎকালীন মেজর জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর ঘোষণায় মুক্তিযুদ্ধ হয়েছিল বলে যে দাবি করা হয় তা সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতার ৪০ বছর ও মানবতা বিরোধীদের বিচার শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কাদের সিদ্দিকী আরো বলেন, বঙ্গবন্ধু জাতির জনক, স্বাধীনতার জনক। তার নেতৃত্ব মেনেই জিয়াউর রহমান একাত্তরে স্বাধীনতার ঘোষণা দেন। তিনি অভিযোগ করে বলেন, সরকার যুদ্ধাপরাধের বিচারে আন্তরিক নয়। যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী বিচারে গঠিত ট্রাইব্যুনাল মানসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি। এ বিচার প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে বলেও জানান কাদের সিদ্দিকী। তিনি বলেন, অনেকেই মনে করছেন এ বিচার প্রক্রিয়া জিইয়ে রেখে সরকার আগামী নির্বাচনে জিততে চায়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.