আমাদের কথা খুঁজে নিন

   

অস্কারে অপ্সরা !


নাটালি পোর্টম্যান অস্কার পুরস্কার মানেই কোডাক থিয়েটারে বিশ্বখ্যাত ডিজাইনারদের তৈরি পোশাকের চোখ ধাঁধানো এক প্রদর্শনী। লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এবারের ৮৩তম অস্কারেও তার ব্যতিক্রম হয়নি। বরাবরের মতো এবারেও অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রূপের মোহনীয় মায়াজালে বিশ্বকে মুগ্ধ করেছেন চলচ্চিত্র জগতের সেরা অভিনেত্রীরা। পোশাকেও ছিল ভিন্নমাত্রার বৈচিত্র্য। সব মিলিয়ে ফ্যাশান আর স্টাইলের নিত্যনতুন ধাঁচে জমকালো হয়ে উঠেছিল এবারের অস্কার।

‘ব্ল্যাকসোয়ান’ চলচ্চিত্রে একজন ব্যালে ড্যান্সারের চরিত্রে অভিনয় করে এবারের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন নাটালি পোর্টম্যান। অন্তঃসত্ত্বা ছিলেন বলে অনুষ্ঠানে তার পোশাকের ডিজাইনও করা হয়েছিল ঢিলেঢালা। তবে তাই বলে রূপের ছটায় পিছিয়ে পড়েননি মোটেও। বরং যোগ হয়েছে এক ভিন্নমাত্রা। রোডার্টির তৈরি গোলাপি শিফন কাপড়ের ড্রেইপড গাউন আর স্নিগ্ধতা মাখা হাসিতে মুগ্ধ করেছেন অনুষ্ঠানের সবাইকে।

অ্যান হ্যাথওয়ে এবারের অস্কার আসরে সবারই একটি আলাদা নজর ছিল অ্যান হ্যাথওয়ের দিকে। সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া হ্যাথওয়ে ছিলেন উপস্থাপনার দায়িত্বেও। লাল রঙা স্ট্রিপলেস ভ্যালেন্টিনো গাউন পরে তিনি হাজির হয়েছিলেন কোডাক থিয়েটারে। কিন্তু বিধি বাম! লালগালিচার সঙ্গে তাঁর পোশাকের রং মিশে যেন একাকার হয়ে গিয়েছিল। তাই অনিবার্যভাবেই সেরা কুৎসিত পোশাকের তারকার খেতাবটা জুটে গেছে তাঁর বরাতে।

যে কারণে লজ্জায় পোশাকের মতোই লাল হয়ে যাচ্ছিলেন বার বার। তাকে কেমন লাগছে? কে কী বলছে সেই ফিসফাস আর টেনশনে শেষ পর্যন্ত অনুষ্ঠানের উপস্থাপনাটাও ভালোভাবে করতে পারেননি অ্যান। মেলিসা লিও ‘দ্যা ফাইটার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে হিসেবে এবারের অ্যাকডেমি অ্যাওয়ার্ডে সেরা সহ-অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মেলিসা লিও। বিখ্যাত মার্কিন ফ্যাশান ডিজাইনার ম্যাক বোয়ারের তৈরি স্পেশাল গাউন পড়ে মেলিসা হাজির হয়েছিলেন অনুষ্ঠানে। উঁচু কলার আর লো-কাটের এই গাউনের কারণে অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অভিনেত্রীদের পোশাকের সঙ্গে মেলিসার পার্থক্য ছিল বেশ চোখে পড়ার মতো।

যে কারণে আড়ালে আবডালে অনেক ঈর্ষান্বিত অভিনেত্রীই এ গাউনকে অস্কার নয় বরং বিচ পার্টির উপযুক্ত বলে মন্তব্য ছুড়েছেন। মিলা কিউনস্ গত বছর ৬৭তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ‘বেস্ট ইয়ং অ্যাকট্রেস’ অ্যাওয়ার্ড পেলেও এ বছর অস্কারে কোনো ক্যাটাগরিতেই মনোনয়ন পাননি ‘ব্ল্যাক সোয়ান’ চলচ্চিত্রের আরেক অভিনেত্রী মিলা কিউনস। কিন্তু তাতে মোটেও দমে যাননি হলিউডের এই ইয়ং স্টার। ফ্যাকাশে বেগুনি রঙের সুপার ফেমিনিন শিফন গাউনে মাতিয়ে দিয়েছেন অস্কার! লেবানিজ ফ্যাশান ডিজাইনার এলি স্যাবের তৈরি পোশাক আর নেইল লেনের হীরের কারুকার্যময় গহনায় অনুষ্ঠানের রাতে নিজেকে আরেক দফা জানান দিয়েছেন এই অপরূপা! ঐশ্বরিয়া রাই অস্কারের লালগালিচায় বিখ্যাত সব তারকার পাশাপাশি হেঁটেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। সঙ্গে ছিলেন স্বামী অভিনেতা অভিষেক বচ্চন।

শুরুতে অবশ্য ঐশ্বরিয়া ও অভিষেকের এ অনুষ্ঠানে যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। লস অ্যাঞ্জেলেসে ছুটি উপভোগ করছিলেন এই তারকা দম্পতি। তবে সুযোগটা পেয়ে যাওয়ার পর কী পরবেন তা নিয়ে ঐশ্বর্যের মাথা খারাপ হওয়ার দশা। অভিষেকের ঝামেলা কম। কারণ, পুরুষদের ড্রেসকোড দেওয়া ছিল।

শেষমেষ কয়েকজন ডিজাইনার বন্ধুর সঙ্গে পরামর্শ করে আরমানির প্রাইভ গাউনটাকেই বেছে নিয়েছিলেন ঐশ্বরিয়া। ব্রোঞ্জ রঙা সেই গাউনে ৩৭ বছর বয়সী এই ভারত সুন্দরীর রূপের ঝলক মুগ্ধ করেছে আয়োজকদের। জেনিফার লরেন্স নাটালি পোর্টম্যান, মাইকেল উইলিয়ামস, অ্যানেট বেনিং আর নিকোল কিডম্যানের পাশাপাশি সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন হলিউডের লাস্যময়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। ‘উইন্টারস বোন’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে লরেন্স এবারের অস্কারে মনোয়ন দৌড়ে নেমেছিলেন। শেষঅবধি পুরস্কার জিততে না পারলেও হাল ছাড়েননি সম্ভাবনাময় এ অভিনেত্রী।

ইতোমধ্যেই হলিউডে বেশ পাকাপোক্ত অবস্থানে চলে এসেছেন তিনি। যে কোনো পার্টির জন্য ব্রাজিলিয়ান ফ্যাশান ডিজাইনার ফ্রান্সিসকো কোস্তা’র ‘কেলভিন কেলিন কালেকশান’ লরেন্সের প্রথম পছন্দ। অস্কারের রাতেও তার ব্যতিক্রম হয়নি। কারুকার্যের বাহুল্য কিংবা জৌলুস কোনোটাই ছিল না পরিহিত পোশাকে। সেই সাধারণ পোশাকেই সে রাতে লরেন্স হয়ে উঠেছিলেন অসাধারণ!
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.