আমাদের কথা খুঁজে নিন

   

একটি ফেইক বর্ষপূর্তি পোস্ট। নাথিং সিরিয়াস।

ভালোকে আমার ভয়,ভালো বেশীদিন থাকবেনা... মন্দকে আমার ভয়, কেননা আমি দুর্বল, আঘাত সইতে পারবোনা... সাফল্যকে আমার ভয়, ব্যর্থতাকেও ভয়... নিরন্তর ব্যস্ততার মহাকালে আমার করণীয় কিছুই নেই... যোগ্যের পৃথিবীতে আমি অযোগ্য, অধম...
অনেকদিন পরে আসলাম। পরীক্ষার কারণে কিছুদিন দূরে ছিলাম। আমার মতো যারা ব্রিলিয়ান্ট আছেন, তারা হয়তো বুঝবেন সারা বছর না পড়লে পরীক্ষার আগে কিরকম সিরিয়াস ভাব এসে যায়। নেক্সট পরীক্ষা ইনশাল্লাহ আগামী বছর। তাই এর মাঝে বড় কোন ঝামেলা না হলে ব্লগ ছেড়ে যাচ্ছি না কোথাও।

ইনবক্সের কথা বাইরে বলাটা আমার পছন্দের আওতায় পড়ে না। তবে পোস্টের প্রয়োজনে কিছুটা বলছি। এখনো পর্যন্ত কিছু মানুষের মনে আমার অস্তিত্ব নিয়ে সন্দেহ হয়ে গেছে। আমি মেয়ে নাকি ছেলে, ছেলে নাকি মেয়ে, এই নিয়েই প্রশ্নটা আমাকে করা হয় সবার আগে, কারো সাথে প্রথম পরিচয়ের ক্ষেত্রে। একটা বোকামি ইচ্ছের কথা বলি।

আমি ইন্টারনেট ব্যবহার করি খুব বেশিদিন না, তিন কি চার বছর হবে। এরই মাঝে ফেসবুকের আইডি ব্লক খেয়েছে চারটা, জুকারবার্গ জানান নিজের ছবি না দিলে আর সেটা ব্যবহার করা যাবেনা। আমি দেইনি, তাই আইডি ফিরে পাইনি। পরপর একই কাজ করেছি, পরিচয়বিহীন আইডি। কোথাও কোন ছবি নেই।

স্বপ্ন ছিল যেদিন সব স্বপ্ন পূরণ করতে পারবো, সেদিন সবার সামনে আসবো। এরপর ভাবলাম ব্লগে বর্ষপূর্তিতে সামনে আসবো। আসলেই আমি একটা ক্ষ্যাপাটে মেয়ে। যা হোক, বর্তমান পরিস্থিতি বাধ্য করছে পরিচিত হতে। কিছু কিছু প্রশ্ন সত্যিই বিব্রত করে।

কোন উপলক্ষ নেই, আসুন পরিচয় পর্বটা সেরে নিই। আমি এরিস। নোয়াখালী আছি। অনার্সের খাতায় নাম লিখিয়ে রেখেছি, একটা সার্টিফিকেট লাগবে ইংরেজি সাহিত্য থেকে। জীবনের একমাত্র স্বপ্ন পিএইচডি করা।

কাজ বলতে খাই দাই ঘুমাই বলা যাবে না। কারণ খাওয়া দাওয়া কিংবা ঘুম, কোনটাতেই আমার আকর্ষণ নেই। টুকটাক গ্রাফিক্সের কাজ করি। পড়াশোনা করি না। ক্লাসে যাই না।

বেড়াতে ভাল লাগে। বেড়াতে ইচ্ছে হলে একটা দীঘির পাড়ে গিয়ে বসে থাকি। বন্ধু বান্ধব নেই। একটা হাবা বান্ধবী ছিল। ১৬ তারিখে আমার সাথে ডিভোর্স হয়ে রাশেদকে বিয়ে করছে।

সো, বলতে পারেন আমি একা। হই হুল্লোড় পছন্দ করিনা। ভালবাসি গান। মাঝে মাঝে টুকটাক ছবি আঁকার চেষ্টা করি, সাদাকালো ছবি। বই পড়ি, সারাদিন।

গিটার বাজাই, মাঝে মাঝে। সপ্তাহে ২ থেকে তিনবার আমার জ্বর হয়, তখন জ্বরের ঘরে গল্প লিখি। সেই গল্প থেকেই ব্লগের আমি, ব্লগার আমি, নই কিন্তু। এখন লেখালেখিকে ভালবাসতে শুরু করেছি। কারণ এখানে লিখতে গিয়ে আমি যত ভালোবাসা পেয়েছি, আসলেই আমার এতোটা পাবার কথা না।

বাস্তব জীবনের মানুষগুলোর চাওয়া পাওয়ার সাথে এখানকার ভার্চুয়াল মানুষগুলোর চাওয়ায় বিস্তর তফাত। এখানকার মানুষগুলোর এক একটা কথা আমার কাছে তীব্র ভালোবাসার নামান্তর। তো, কথা শেষ। আজ যাই। অনেক গল্প মিস করে ফেলেছি।

ক্ষমা করে দেবেন। ধীরে ধীরে সব ঠিক করে নিচ্ছি। ভালো থাকবেন। ওহ, আরেকটা কথা, নোয়াখালীর কেউ পথে ঘাটে দেখলে ডাকবেন না কিন্তু। অপরিচিত মানুষের সাথে কথা বলতে গেলেই আমার পেটে ব্যাথা হয়।

মনে থাকবে??
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.