আমাদের কথা খুঁজে নিন

   

কোয়ার্টার ফাইনালের রাস্তা বেশ কঠিন

যারা GRE/GMAT পরীক্ষা দিবেন, কোন MATH সমস্যায় পড়লে আমাকে জানান। যে কোন MATH সমস্যার সমাধান দিব - যত দ্রুত সম্ভব। কিভাবে সমাধান করা হল বিস্তারিত ব্যাখ্যা সহ পাবেন।

ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরে মোটামুটি একটা সহজ রাস্তা অসম্ভব কঠিন করে ফেলেছিলাম আমরা। কিন্তু জয়ের তীব্র আকাঙ্খা আর মাঠে টাইগারদের সর্বাত্মক প্রচেষ্টায় ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য সে স্বপ্ন টিকে আছে এখনো।

তবে, সে রাস্তা এখনো বেশ কঠিন। নেদারল্যান্ড ৪ ম্যাচে কোনো পয়েন্ট পায়নি এখনো। বাকি খেলা দুটো 'বাংলাদেশ' ও 'আয়াল্যান্ডের' সাথে। নেট রানরেট -২.৭২৮। মোটামুটি নিশ্চিত যে তারা কোয়ার্টার ফাইনালে যেতে পারছে না।

আয়ারল্যান্ড ৪ ম্যাচে এক জয়ে পেয়েছে ২ পয়েন্ট। বাকি দুটো খেলা 'সাউথ-আফ্রিকা' আর 'নেদারল্যান্ডের' সাথে। নেট রানরেট -০.৪৪৪। কোন বড় অঘটন না ঘটলে আয়াল্যান্ডের পক্ষেও কোয়ার্টার ফাইনালে যাওয়া অসম্ভব। ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতবে ধরে নিলে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তারা কোয়ার্টার ফাইনালে যাবে।

সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের হয় ৫ ম্যাচে ৬ পয়েন্ট। বাকি একটা খেলা থাকে ইংল্যান্ডের সাথে। সাউথ আফ্রিকা আয়ারল্যান্ডের সাথে জিতলে ৫ ম্যাচে তাদের হয় ৮ পয়েন্ট। বাকি একটা খেলা থাকে বাংলাদেশের সাথে। আর বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে জিতবে ধরে নিলে ৫ ম্যাচে আমাদের হয় ৬ পয়েন্ট।

সুতরাং সামগ্রিক অবস্থা নিম্নরূপ - সাউথ আফ্রিকাঃ ৫ ম্যাচ, ৮ পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজঃ ৫ ম্যাচ, ৬ পয়েন্ট বাংলাদেশঃ ৫ ম্যাচ, ৬ পয়েন্ট ইংল্যান্ডঃ ৫ ম্যাচ, ৫ পয়েন্ট উপরের ৪টা দল থেকে ৩ টা দল কোয়ার্টার ফাইনালে খেলবে। সুতরাং গুরুত্বপূর্ণ খেলাগুলো - ইংল্যান্ড - ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ - সাউথ আফ্রিকা রানরেটের দিক থেকে বাংলাদেশ (-১.২৪১) ওয়েস্ট ইন্ডিজের (২.২০৬) অনেক পেছেনে। যদি ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের সাথে জিতে যায়, ইংল্যান্ডের ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে। বাকি ৩ টা দল কোয়ার্টার ফাইনালে খেলবে। যদি ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের কাছে হারে তাহলে ইংল্যান্ডের হবে ৭ পয়েন্ট আর ওয়েস্ট ইন্ডিজের ৬ পয়েন্টই থাকবে।

কোয়ার্টার ফাইনালে খেলতে হলে আমাদেরকে অবশ্যই সাউথ আফ্রিকার সাথে জিততে হবে। যদি আমরা জিতি তাহলে সাউথ আফ্রিকা, বাংলাদেশ আর ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে যাবে। আর যদি আমরা হারি তাহলে সাউথ আফ্রিকা (১০ পয়েন্ট) ও ইংল্যান্ড (৭ পয়েন্ট) নিয়ে কোয়ার্টার ফাইনালে যাবে। ওয়েস্ট ইন্ডিজ ও আমাদের সমান পয়েন্ট থাকলেও যেহেতু রান রেটে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে, আমরা বাদ পরে যাব। তবে নেদারল্যান্ডকে বিশাল ব্যবধানে হারাতে পারলে আমরা হয়তো রানরেটে এগিয়ে যেতে পারব।

সুতরাং কোয়ার্টার ফাইনাল এখনো বহু দূর এবং আমরা মোটেও বিপদমুক্ত নই। যদি শুধু আমাদের ভূমিকাই চিন্তা করি, তাহলে সাউথ আফ্রিকা আর নেদারল্যান্ড দুই দলকেই হারাতে হবে আমাদের। অন্তত নেদারল্যান্ডকে বিশাল ব্যাবধানে হারাতে হবে। নয়তো ওয়েস্ট ইন্ডিজের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডকে হারানোর জন্য; যা অনেকটাই অসম্ভব। দলের উপর অনেক আস্থা আমাদের।

সবাইকে আবারো মরিয়া হয়ে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। আশা করি আমরা পারব। দলের প্রতি সেই শুভ কামনাই রইল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.