আমাদের কথা খুঁজে নিন

   

দিঘি ভরাট করে কোয়ার্টার

সিলেটে বিশাল দিঘি ভরাট করে স্টাফ কোয়ার্টার ও সাব-স্টেশন নির্মাণ কাজ শুরু করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তবে দিঘি ভরাটের ছাড়পত্র না নেওয়ায় এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদফতরের বিভাগীয় পরিচালক এস এম ফজলুল করিম। জানা গেছে, সেন্ট্রাল জোন, পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রজেক্ট-২-এর আওতায় নগরীর আম্বরখানায় বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেট-১-এর কার্যালয়ের ভেতরে সাব-স্টেশন ও স্টাফ কোয়ার্টার নির্মাণ করা হচ্ছে। চলতি বছরের জুন মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহের সুবিধার্থে নতুন সাব-স্টেশনটি নির্মাণ করা হচ্ছে।

জায়গার অভাব থাকায় নিজস্ব মালিকানাধীন প্রায় ৩০ শতক আয়তনের দিঘিটি ভরাট করা হচ্ছে। তবে সিলেট পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, নিজস্ব মালিকানিধীন দিঘি ভরাট করতেও পরিবেশ অধিদফতরের অনুমতি লাগে। আর সিলেটের পরিবেশ কর্মীদের দাবি, দিঘির শহর হিসেবে পরিচিত সিলেটে এখন দিঘি নেই বললেই চলে। জলাধার কমে আসায় নগরীতে এখন বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। যা নগরবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, ট্রাক দিয়ে মাটি ফেলে দিঘিটি ভরাট করা হচ্ছে। বেশ কয়েকজন শ্রমিক মাটি ফেলার কাজ করছেন। পাশেই চলছে অবকাঠামো নির্মাণ কাজ। এ ব্যাপারে পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রজেক্ট-২ এর নির্বাহী প্রকৌশলী সানাউল্লাহ বলেন, প্রায় ৩০ শতক জমির ওপর সাব-স্টেশন নির্মাণের কাজ হচ্ছে। চলতি বছরের জুন মাসের মধ্যে কাজ শেষ হবে।

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।