আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের ক্রিকেট দল নিয়ে কিছু কথা



বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই দলের প্রতি আমাদের সকলের আশা আকাঙ্খা অনেক। কিন্তু এই দল আমাদের সেই আশার কত টুকু মেটাতে পারছে? এই দলের পারফরমেন্সে কি আমরা খুশি? হ্যাঁ, এতা স্বীকার করি দর্শক হিসেবে আমাদের প্রথম চাহিদা জয় এবং আমরা সেটা পাচ্ছি। কিন্তু সেই জয়গুলোর যদি ময়না তদন্ত করি তবে এর মধ্য থেকেও বের হয়ে আসবে অনেক না পাওয়ার কথা। বিশ্বকাপের কথা চিন্তা করি।

এটা অনস্বীকার্য যে বাংলাদেশ এখন ক্রিকেটে অনেক দূর এগিয়েছে। তারপরও এই দলকে আয়ারল্যান্ড এর সাথে লড়াই করে জিততে হয়। না, আমি আয়ারলান্দকে ছোট করে দেখছি না। আমি আমাদের টিম নিয়ে কথা বলছি। আমাদের তো আয়ারল্যান্ডের সাথে হাসে খেলে জিতার কথা।

ভারতের বিপক্ষে টপ অর্ডার মিডিল অর্ডার ভাল করলেও লোয়ার মিডিল অর্ডার (যেখানে আছে নাইম ও রিয়াদ) মোটেও খেলতে পারে নি। এই দুজনের যদি একজনও ভাল খেলত তাহলে আমরা ৩০০+ করতে পারতাম। এরপর ওয়েস্ট ইন্ডিজ এর ম্যাচ। না, এই ম্যাচ নিয়ে এত বেশি কথা হইসে যে আমি আর কিছু বলতে চাচ্ছি না। সরাসরি বাংলাদেশ বনাম ইংল্যান্ড।

এই ম্যাচ নিয়েও বেশি কিছু বলব না। শুধু এইটুকু বলব, ম্যাচ শেষে আমার স্ট্যাটাস ছিল ' বোলার নয়, ব্যাটসম্যান সফিউলের কাছে হারল ইংল্যান্ড। ' আর ম্যাচ সুরুর আগে একটা কমেন্ট করসিলাম, we need ash and nafis in place of riad and rokibul. we need hard heater not single taker. গতকালের মাচে আমরা একরকম হেরেই গিয়েছিলাম। তামিম, কায়েস, জুনায়েদ, সাকিবের পর দেখি আর কেউ নাই...... জিতা ম্যাচ হটাৎ দেখি ফাকা!!! অনেকেই বলছেন, রিয়াদ ওই সময় একপাশ আগলে রেখে ভালই করসে। আমি বলব, সফিউল যেটা করসে সেটা করা উচিৎ ছিল রিয়াদের।

সেইসাথে এটাও বলব, যদি সফিউল সেই অতিমানবীও ইনিংসটি না খেলত, সে যদি চিরচেনা সফিউলের মত খেলত তবে রিয়াদের ক্ষমতা ছিল না এই ম্যাচ বের করে আনার। সফিউল কে লাল সালাম। আমি মনে করি এই কন্ডিশনে আমাদের বোলিং অন্যতম সেরা বোলিং। কিন্তু আমাদের ব্যাটিং? আমার মতে এটা একটা বি গ্রেডের লাইন আপ। তামিম, কায়েস, জুনায়েদের পর হার্ড হিটার নাই।

এজন্য বলেছিলাম আশরাফুল আর নাফিস এর কথা। আমাদের মিডিল অর্ডারে আছে রকিবুল, মুস্ফিক, নাইম, রিয়াদের মত slow batsman. এরা নিতান্ত প্রয়োজন না হলে মারতে চায় না। যদি গত ৪ টা ম্যাচ দেখি, এই ৪ জনের মোট বাউন্দারি ১২ টা। তারমানে ৪ জনের মিলে ম্যাচ প্রতি বাউন্দারি ৩ টা। জনপ্রতি ১ টাও না!!! বলের হিসাবে এরা প্রতি ম্যাচে জনপ্রতি খেলেছেন ৯১ টা বল।

অর্থাৎ প্রতি ৩০ বলে ১ টা বাউন্দারি!!! ভাই, আমরা টেস্ট খেলতেসি না। আর এখন টেস্টও এভাবে খেলা হয় না। এমন একটা ব্যাটিং লাইন আপ যে ২০০+ করছে এতাই তো অনেক। এবার আসি replacement এর কথায়। মুসফিক উইকেট কিপার।

তাকে থাকতে হবে। রিয়াদ ও নাইম একই ধরনের বোলার ও ব্যাটসম্যান। এই দুজনের মধ্যে একজন কে রেখে আশরাফুল কে আনা যায় না? আমরা সবাই জানি আস্রাফুলের দিনে সে কি জিনিস। তার অভিজ্ঞতা আছে এবং মারতে পারে। চিন্তা করেন তো, আশরাফুল আর নাইম এর মধ্যে বিপক্ষ দল কাকে বেশি ভয় পায়? কে ক্রিজে আসলে বিপক্ষ দল প্রেসারে থাকে? রকিবুলের জায়গায় যদি নাফিস খেলে তবে সে শুধু ১-২ ই নিবে না সাথে কিছু ৪-৬ ও আসবে।

রকিবুল টীমে আছে তার গড়(২৮.৯১) এর জন্য। নাফিসের গড় কিন্তু এর চেয়েও বেসি(৩৩.৪৯) সাথে ৪ টা ১০০। ধরে খেলার জন্য সাকিব আর মুশফিক তো থাকলই। তাহলে পুরো দল টা হচ্ছে এইরকম- তামিম, ইমরুল, জুনায়েদ, নাফিস, সাকিব, আশরাফুল, মুশফিক, রিয়াদ/নাইম/শুভ, রাজ্জাক, সফিউল, রুবেল/নাজমুল। দেখেন তো এটা বর্তমান টীম এর চেয়ে ভাল কি না?? পরের ব্লগঃ কেন তারা দলের বাহিরে?http://www.somewhereinblog.net/blog/AbrahamMurshed/29343465



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.