আমাদের কথা খুঁজে নিন

   

সাকিবদের শেষ আটে ওঠা তবু কঠিন

তক

বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়ের পরেও আমি ওদের খুব একটা আশা দেখছি না। আজ ইংল্যাণ্ডের বিরুদ্ধে ওরা জিতল ঠিকই, কিন্তু কোয়ার্টার ফাইনালে যেতে পারবে বলে মনে হচ্ছে না। ভারত তো উঠেই গিয়েছে, গ্রুপ বি থেকে আমার বাকি তিন কোয়ার্টার ফাইনালিস্ট---দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইণ্ডিজ এবং ইংল্যাণ্ড। তবে এটা ঠিক যে, আজ বাংলাদেশ জিতে যাওয়ায় ‘গ্রুপ বি’-র লড়াই আরও হাড্ডাহাড্ডি হয়ে গেল। সাকিবদের গ্রুপটা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে? চারটে ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে ধোনিরা এখনই কোয়ার্টার ফাইনালে।

ওয়েস্ট ইণ্ডিজের আর দুটো ম্যাচ বাকি— ভারত আর ইংল্যাণ্ড। আমার মনে হয় দুটো ম্যাচেই গেইলরা হারবে। কিন্তু নেট রান রেটে ওরা গ্রুপে সবার আগে। গেইলদের পয়েন্ট এখন ছয়। তাই বাংলাদেশের সঙ্গে কোনও ভাবে পয়েন্ট সমান হয়ে গেলেও নেট রান রেটে শেষ আটে ওরাই যাচ্ছে।

অন্য দিকে, দক্ষিণ আফ্রিকার এখনও তিনটে ম্যাচ বাকি। আমার মনে হয়, কোয়ার্টার ফাইনালে উঠতে ওদেরও কোনও অসুবিধা হবে না। শুধু পড়ে রইল ইংল্যাণ্ড আর বাংলাদেশ। সাকিবদের দু’টো ম্যাচ বাকি, ইংল্যাণ্ডের একটা। বাংলাদেশকে খেলতে হবে নেদারল্যাণ্ডস আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

ইংল্যাণ্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইণ্ডিজ। যদি বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে উঠতে হয়, তা হলে ইংল্যাণ্ডের আরও একটা হারের দিকে কিন্তু তাকিয়ে থাকতে হচ্ছে সাকিবদের! ধরে নিচ্ছি নেদারল্যাণ্ডস ম্যাচটা সাকিবরা জিতে যাবে। ওদের পয়েন্ট তা হলে দাঁড়াবে ৫ ম্যাচে ৬। ইংল্যাণ্ডের চেয়ে তা হলে এক পয়েন্টে এগিয়ে যাবে ওরা। তবে দক্ষিণ আফ্রিকা ম্যাচ বাংলাদেশ জিতবে বলাটা একটু কঠিন।

তাই পুরো ব্যাপারটাই দাঁড়িয়ে থাকবে ইংল্যাণ্ডের উপর। একমাত্র শেষ ম্যাচে ওরা যদি ওয়েস্ট ইণ্ডিজের কাছে হারে, তা হলেই বাংলাদেশের কাছে সুযোগ থাকছে। ইংরেজদের একগাদা সমস্যা এখনই দেখতে পাচ্ছি। চেন্নাইয়ের গরম। যার সঙ্গে মানিয়ে নিতে হবে ষ্ট্রসদের।

তা ছাড়া টপ অর্ডার ভাল ছন্দে নেই। পিটারসেনের অভাব ভাল রকম বোঝা যাচ্ছে। তবু কেন জানি না মনে হচ্ছে, ওয়েস্ট ইণ্ডিজকে হারাতে বিশেষ সমস্যায় পড়বে না ইংল্যাণ্ড। আর সেটা যদি হয়, সাকিবদের কাজটা কার্যত অসম্ভবই হয়ে দাঁড়াবে। ,দোয়া করেন ইংল্যান্ড যেন আবার হারে আথবা বাকি দুইটাই জিতি আমরাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.