আমাদের কথা খুঁজে নিন

   

সাকিবদের নিঃশর্ত সমর্থন দিন

একজন নগন্য মানব।

এ যেন সেই পুরানা নিয়মেই সবকিছু আবার চলছে, দল ভালো করলে সবাই মাথায় তুলে নাচছে, আবার ১-২ টা ম্যাচ খারাপ খেললেই তাদের মাটিতে ফেলে পাড়াচ্ছি। ভারতের কাছে লড়াই করে হারার পরও সাকিব কে যে ধরনের কথা শুনতে হচ্ছে, তাতে দলের সমর্থক হিসেবে মাথা হেট হয়ে আসছে। সবার মুখে যেন আজ একটাই প্রশ্ন, সাকিব কেন ফিল্ডিং নিলেন ? তাদের কাছে আমার প্রশ্ন, দলের সব সিধ্যান্ত কি ক্যাপ্টেন একাই নেন? আপনারা জেনে থাকতে পারেন যে টিম মিটিং বলে একটা কথা আছে। দলে আছেন কোচ, ক্যাপ্টেন ও সিনিয়র খেলোয়াররা।

দল কিভাবে খেলবে তার একটা গেমপ্লান দলের হাতেই থাকে। সেই গেম প্লান কোন একক ব্যক্তির সৃষ্টি নয়। তবে কেন ফিল্ডিং এর সিধ্যান্তের জন্য শুধু সাকিব কেই পাঠার বলি বানানো হচ্ছে? কারন হয়ত, টসের সময় সাকিব উপস্থিত ছিলেন, আর তাই দেখে কেউ কেউ সাধারন বুদ্ধিতে মনে করেছেন যে সব দোষ ওই এক ব্যাটার। আবার কেই কেউ দেখা যায় তাদের মত পোক্ত করতে আমির সোহেলের মত একজন সাবেককে দিয়ে কলাম লেখাছেন। সাকিবের ইন্টারভিউ এ দেখা গেল প্রশ্নকর্তা কেন প্রথমে ফিন্ডিং নিলেন সেই প্রশ্ন নানা ভাবে গুরিয়ে পেচিয়ে করছেন।

তার বোধহয় ধারণা যে এভাবে প্রশ্ন করলে হয়ত এক এক বার এক এক উত্তর আসবে (পুলিশ ভাইদের ইন্টারোগেশনের জন্য ইনার কাছ থেকে টিপস পেলে ভালো হয়। ) বাংলাদেশের গেমপ্লান কি হবে তা কি এখন গনভোটে নির্ণয় করতে হবে ? ডিউ ফ্যাক্টর ক্রিকেটে অত্যন্ত বড় ফ্যাক্টর। শ্রীলংকা যেবার চ্যাম্পিয়ন হলো সেবার তাদের গেমপ্লানে ডিউফ্যাক্টর ছিল গুরুত্ত্বপুর্ণ একটি দিক। আর অন্যদের কাছ থেকে ( সাংবাদিক বা সাবেক ক্রিকেটার ) উপদেশ নিয়ে নিয়েই যদি সবাইকে গেমপ্লান ঠিক করতে হয় তাহলে হয়ত সব দলই টসে জিতে আগে ব্যাটিং করতো (W. G. Grace এর উপদেশ দেখুন, "When you win the toss - bat. If you are in doubt, think about it - then bat. If you have very big doubts, consult a colleague - then bat") বিশ্বকাপ ফুটবলে কে কত বড় ব্রাজিল বা আর্জেন্টিনার পতাকা ঝুলাতে পারেন তা নিয়ে প্রতিযোগিতা হয়েছে। তাদের অনেকেই বাংলাদেশের পতাকা থেকে দূরে আছেন।

শুধু ক্রিকেটে দলের খেলা পড়লেই ১-২ ঘন্টা বাংলাদেশ বাংলাদেশ বলে মাতোয়ারা হচ্ছেন আর সবাইকে বলছেন যে এবার বাংলাদেশ ওয়ার্ডকাপ জিতবেই, কারন দলে আছে সাকিব, এই দল হারিয়েছে নিউজিল্যান্ড কে। আর প্রথম ম্যাচে হেরে যাবার পরই সেই সাকিবকে গালাগালি করছেন। এমন সাপোর্টার হবেন না, দয়া করে। দল কে ভালোবাসুন, দলের সাথেই থাকুন সবসময়। আর কবে দেখেছেন যে বাংলাদেশ ৩৫০ রান চেজ দিয়েছে ? ৩৫০ রান চেস দেয়ার দুঃসাহস কত বড় একবার ভেবে দেখুন।

এমন টিমস্পিরিট এক দিনে আসে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.