আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ এবং ইংল্যান্ড ম্যাচের অটোপসি

সত্য সুন্দর,ক্ষমতা ধংসাত্মক,সম্মান অবিনশ্বর

প্রথমেই বাংলাদেশ দলকে অভিনন্দন অভাবনীয় জয়ের জন্য। জয় আসলেই অভাবনীয় ছিল,কারণ শেষ দুই ওভারের আগ পর্যন্ত অনেকেই বাংলাদেশের জয় কল্পনা করতে পারছিলনা। কায়েস আর জুনায়েদের জঘন্য রান আউট,যেটা কমেন্টেটররা বারবার বলছিলেন। জুনায়েদের রান আউটটা মনে হয় নিয়মিত হয়ে যাচ্ছে। এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে দুটো রান আউট কোনোভাবেই গ্রহনযোগ্য নয়।

কোচ এবং নির্বাচকদের মতে মুশফিকুরের দলে অনর্ভুক্তির অন্যতম কারণ হচ্ছে ব্যাটিং। কিন্তু মুশফিক ওডিআই ম্যাচে যেভাবে টেস্টের মতো ব্যাট করলেন,পরের ব্যাটসম্যানদের জন্য রানের বোঝা বাড়িয়ে দিলেন। পরের ব্যাটসম্যানদের জন্য কাজটা অনেক কঠিন করে দিলেন। ২০ বল খেলে মাত্র ৬ রান। আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের শিখে নেওয়া উচিত কিভাবে চাপের মুখে ব্যাটিং করতে হয়।

শুধু জয়ই সবকিছু নয়। আমাদের টিমের স্ট্র্যাটেজি ঠিক করে নেওয়া উচিত। ব্যাটসম্যানদের বেকুবের মত ব্যাটিং বোলারদের কৃতিত্বকে ধুলোয় মিশিয়ে দিচ্ছিল। খুবই সহজ একটা ম্যাচ কঠিন করে অনেক কষ্ট করে জিতল। তারপরও তামিম এবং কায়েসকে ধন্যবাদ অন্তত নিজেদের কাজটা করে যাওয়ার জন্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.