আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী সমাজবিজ্ঞানী পল স্যাম

...............................................................................................................................................................................................................................................................

অনার্সে যখন পড়তাম তখন বন্ধুরা নামটাকে শর্ট করে পল বলে ডাকতো...কেউ কেউ ডাকতো স্যাম বলে...পরীক্ষায় সংজ্ঞা লিখতে হলে প্রায়ই সমাজ বিজ্ঞানীদের নাম ভুলে যেতাম...একদিন ২য় বর্ষের এক পরীক্ষায় একদিন এমন অবস্থায় লিখে দিলাম প্রখ্যাত সমাজ বিজ্ঞানী পল স্যামের মতে... ব্যাস এভাবেই বন্ধুদের পল বা স্যাম হয়ে গেল পল স্যাম। তার পরে প্রায় সব পরীক্ষায়ই শুরু হয়ে পল স্যামের ক্যারিশমা... যা ছড়িয়ে পড়ল অনার্স ছেড়ে মাস্টার্সে... কিছুদিন আগে পরিচিত এক ছোট ভাইয়ের সাথে কথায় কথায় এটা আলাপ করলাম। কদিন পরেই ফোন...হ্যালে...ভাই বিশাল এক কাহিনী বলেই হাসতে শুরু করলো তারপর বলল যে সে ও নাকি আমার পদাঙ্ক অনুসরণ করে খাতায় লিখে এসেছে... সমাজ বিজ্ঞানী পল স্যামের মতে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.