আমাদের কথা খুঁজে নিন

   

বেষ্ট অব লাক বাংলাদেশ, বেষ্ট অব লাক সাকিব



সামনে ইংল্যান্ড, পেছনে অনেক হিসাব নিকাশ; কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বাচিঁয়ে রাখার তাড়না। এই যখন অবস্থা তখন কাল চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে। ওয়েষ্ট ইন্ডিজের কাছে শোচনীয়ভাবে হারার পর মিডিয়ার ও সাবেক খেলোয়াড়দের পাশাপাশি ক্ষুব্ধ সমর্থকদের কঠোর সমালোচনা, তার উপর সাকিবের পত্রিকায় কলাম লেখা নিয়ে আরেকটি অনাকাঙ্খিত বিতর্ক এই সব ব্যাপার স্যাপার নিয়ে বাংলাদেশ দলকে কিছুটা বিভ্রান্ত ও অগোছালো মতে হতে পারে। কিন্তু আমি বাংলাদেশের এই দলটার প্রতি আস্থা রাখতে চাই। কারণ এই দলটির কান্ডারি সাকিব আল হাসান নামের এক সাহসী ও বাস্তববাদী জওয়ান।

যে জানে বিপদে কিভাবে নেতৃত্ব দিতে হয়। কিভাবে সামনে থেকে বুক চিতিয়ে দাড়িয়ে গিয়ে প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে হয়। গত দেড় বছরে সাকিব তার প্রায় একক কৃতিত্বে আমাদের কতগুলো ম্যাচ জিতিয়েছে তা নিশ্চয় আমরা বিস্মৃত হয়ে যাই নি। কাল আমরা আবার সাকিবের সেই অগ্নি মূর্তি দেখতে চাই। দেখতে চাই সাকিব ইংল্যান্ডকে গুড়িয়ে দিচ্ছে আর পেছন থেকে সৈনিকরা তাকে যোগ্য সমর্থন দিয়ে যাচ্ছে।

কালকের ম্যাচের একাদশ নিয়ে আমার একটাই পর্যবেক্ষণ ও সুপারিশ শাহরিয়ার নাফীসকে যেন একটা সুযোগ দেয়া হয়। যাই হোক অনেক শুভ কামনা আর পূর্ণ সমর্থনসহ কাল বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দেখতে বসব। ফলাফল যাই হোক সাকিবের ও আমাদের বাংলাদেশ দলের কাছে একটা অনুরোধ থাকবে অন্ততপক্ষে তারা যেন একটা সুন্দর ম্যাচ আমাদের উপহার দেয়। তাহলেই আমরা আমাদের কাঙ্খিত জয় পেয়ে যাব বলে আশা রাখি। সাকিব তোমাদের সাথে সাড়ে ষোল কোটি মানুষের সমর্থন আর হৃদয় নিঙ্গরানো ভালোবাসা রইল.... সাড়ে ষোল কোটি বাঙালির একজন হয়ে আজ বলতে চাই ----------- "বেষ্ট অব লাক বাংলাদেশ, বেষ্ট অব লাক সাকিব"


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.