আমাদের কথা খুঁজে নিন

   

আপিল করেছে জামায়াত

জামায়াতের অন্যতম আইনজীবী শিশির মোহাম্মদ মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায়ে হাই কোর্ট সরাসরি আপিলের অনুমতি দিয়েছে। আমরা আপিল ফাইল করেছি।”
তিনি জানান, চেম্বার জজের কাছে জমা দেয়া এই আবেদনে হাই কোর্ট রায় স্থগিতের আবেদনও করা হয়েছে।
যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নিষিদ্ধের দাবি জোরালো হয়ে ওঠার মধ্যেই বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হকের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করে।
রায়ে বলা হয়, “জামায়াতকে দেয়া নির্বাচন কমিশনের নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করা হলো।” 
সংসদে প্রতিনিধিত্বকারী জামায়াতে ইসলামী ২০০৮ সালে ৩৮টি দলের সঙ্গে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়।
ওই নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন ২০০৯ সালের জানুয়ারিতে এই রিট আবেদন করেন।
আইন অনুযায়ী শুধু ইসিতে নিবন্ধিত দলগুলোই নির্বাচনে অংশ নিতে পারে বলে এই রায়ের ফলে জামায়াত আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না বলে নির্বাচন কমিশনের আইনজীবী শাহদীন মালিক জানিয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।