আমাদের কথা খুঁজে নিন

   

আপিল করেছেন গোলাম আযম

মানবতাবিরোধী অপরাধের মামলায় ৯০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম।
গোলাম আযমের আইনজীবীরা আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় খালাস চেয়ে আজ আজ সোমবার দুপুরে আপিলটি দায়ের করেন। রায় ঘোষণার ২১ দিনের মাথায় আপিল করলেন গোলাম আযম।
পরে এক ব্রিফিংয়ে আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আপিলে মোট ১০৯টি যুক্তি দেওয়া হয়েছে। মূল আপিলটি ৯৫ পৃষ্ঠার।

গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে খালাস চেয়ে আপিলটি করা হয়েছে। সাজা ঘোষণার পক্ষে ঘটনা ও আইনগত কোনো যুক্তি নেই।
তাজুল ইসলাম বলেন, রায়ে বলা হয়েছে, টিক্কা খানের সঙ্গে গোলাম আযম দেখা করেছেন এবং বক্তব্য দিয়েছেন। এ কারণে তিনি জড়িত। কিন্তু দেখা করে কী করেছেন, সে বিষয়ে রাষ্ট্রপক্ষ কোনো বিবরণ দেয়নি।

তাই সাজা হতে পারে না। বক্তব্য দেওয়ার কারণে অপরাধের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা প্রমাণ হয় না।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ১৫ জুলাই গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর অপরাধ মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে মৃত্যুদণ্ড না দিয়ে ৯০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।