আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিক যুগের "এক কথায় প্রকাশ" (র্পব-০২)

চাই একটি সুন্দর বসুন্ধরা

১ম র্পব পড়তে এখানে ক্লিক করুন। আধুনিক যুগের "এক কথায় প্রকাশ" (র্পব-০২) ১. অতি সহজে মিথ্যা বলতে পারে যে- রাজনীতিবীদ। ২. বাংলার র্গব- র্দুনীতি শিরোপা। ৩. টাকায় সহজলভ্য- পুলিশের বিবেক। ৪. টাকা অর্জনের সহজ উপায়- পীর ব্যবসা।

৫. আগামীতে যা দেখবো- আদম টিজিং। ৬. জনগনের সহজলভ্য সম্পত্তি- খোলা পোষাকের ডিসকো নারী। ৭. নিজের ভবিষ্যৎ জানে না যে- গণক। ৮. বেহায়াদের স্বর্গউদ্যাণ- বলধা ও বোটানিক্যাল র্গাডেন। (সবার জন্য নহে, শুধু কিছু বেহায়াদের জন্যে প্রযোজ্য) ৯. রাজনীতির প্রধান যোগ্যতা- সন্ত্রাসবাদ।

১০. যাদের জীবনের মূল্য দেওয়া হয় না- টোকাইদের। ১১. রূপকথার কল্পকাহিনী- ডিজিটাল বাংলাদেশ। বোনাস- # দ্বিমুখীনীতির চাক্ষুষ প্রমাণ- মদ্যপানের শাস্তি/জরিমানা ও মদ্যপানের বৈধ লাইসেন্স।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।