আমাদের কথা খুঁজে নিন

   

ঝটপট রান্নাঃ তেল ছাড়া মুচমুচে চিকেন

আমি ছোট, আমাকে মারবেন না
খুবই সহজ সরল রান্না একটা। চলুন শিখে নেই.. যা যা লাগবে: হাড্ডি ছাড়ানো মুরগীর মাংস ১ টি তরল দুধ ১/৪ কাপ বিস্কিটের গুড়া ১/৪ কাপ গোল মরিচের এক চিমটি বিট লবন আন্দাজ মত যেভাবে বানাবেনঃ ১। মুরগির মাংসের ছোট ছোট টুকরো করে ধুয়ে পানি শুকিয়ে নিন। ২। এরপর বিস্কিটের গুড়ার সাথে গোল মরিচের গুড়া মিশান খুব ভালো করে।

৩। মাংসের টুকরো গুলো কে দুধে ভিজিয়ে গায়ে বিস্কিটের গুড়ার মিশ্রন গড়িয়ে নিন। ৪। এবার একটি মাইক্র ওয়েভ প্রুফ পাত্রে মাংসের টুকরো গুলো সাজিয়ে পেপার টাওয়েল দিয়ে ঢেকে দিন পাত্র টি। ৫।

মাইক্র ওয়েভে ৪-৬ মিনিট হাই পাওয়ারে বেক করুন। ৬। পরিবেশনের সময় উপরে বিট লবন ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মুচমুচে চিকেন।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।