আমাদের কথা খুঁজে নিন

   

আমার পরিচয় আমি বাংলাদেশী, স্বপ্ন আমার রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার

তুমি সাদা ক্যানভাস, আমি রং মাখা তুলি। এই পৃথিবীর মানুষদেরকে ধর্মের ভিত্তিতে পরিচিতি দিতে গেলে, প্রধান ধর্মগুলোই চলে আসে । সেক্ষেত্রে আমার নিজেকে পরিচয় দিতে হবে আমি মুসলমান । এটাই কি আমার সম্পুর্ন পরিচয় ? সারা বিশ্বের মানুষ কি আমাকে চিনতে পারবে? না পারবে না । আমি যদি আমাকে বাংলাদেশী বলে পরিচয় দেই ।

সারা বিশ্বের মানুষ আমাকে চিনতে পারবে। এটাই আমার আসল পরিচয় । আমি গর্বিত যে আমি বাংলাদেশী । আমার ভাষা আšর্তজাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত । যে ভাষার জন্য আমার ভাইয়েরা রক্ত দিয়েছে ।

আমার ভাইয়েরা চিšতা করেনি, কে হিন্দু কে মুসলমান কে খৃস্টান কে বৌদ্ধ । আমার দেশ একটি স্বাধীন দেশ । আমি আজ বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি, পছন্দমত চাকরী করছি । যে স্বাধীনতা বাঙালীর আগে ছিল না । ৩০ লাখ রক্তের বিনিময়ে আমার এই স্বাধীনতা ।

আমার একফুটা রক্ত ঝরলে আমি অনেক ব্যাথা পাই । তাহলে ভাবতে পারেন ৩০ লাখ শহীদের রক্তের জন্য আমাদের কত ব্যাথা । আমি একজন মুসলিম, যারা আমার দেশের মানুষের রক্ত ঝরিয়েছে তারাও তো মুসলিম । প্রতিটা ক্ষেত্রে তারা যে পরাধীনতার শীকল পরিয়েছিল তারাও তো মুসলিম ছিল । আমার দেশের অপূরণীয় ক্ষতি করেছে তারাও তো মুসলিম ।

হ্যাঁ সেই পাকি¯তানী মুসলমানদের কথাই বলছি। আমি সেই মুসলমানদের কথা বলছি যারা যারা পাকি¯তানের দালাল, রাজাকার । আমি ওদের তালিকায় আমার নিজেকে ফেলতে চাই না । কারন ওরা ইসলাম কে জিম্মি করে রাজনীতি করে । ওরা পবিত্র ইসলামকে বিকৃত করছে ।

প্রকৃত ইসলাম প্রেমীদের কাছে আমার প্রশ্ন “কোন হাদিসে বা কোরআনে লিখা আছে অন্য ধর্মের নিরপরাধ মানুষকে হত্যা, বাড়ি ঘর পুরিয়ে দেওয়ার কথা ” । আমার ইসলাম আমাকে তা শিখায় নি । আমি আমার পরিচয় দিতে চাই আমি বাংলাদেশী । আমি বাংলাদেশী, আমি বাংলাদেশী, আমি বাংলাদেশী এবং আমি বাংলাদেশী । এবং স্বপ্ন আমার রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার ।

ছ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।