আমাদের কথা খুঁজে নিন

   

পরিচয়

রাত্রি ক্লান্ত জীর্ন শীর্ন আঁধো চাঁদের আলো পিচ ঢালা পথ কখনো ধূসর কখনও বা কালো সারাটা পথ জুড়ে আমি একা হেটে যাই আকাশ তারার পানে চেয়ে নীল জোছনায় স্মৃতিরো ভীড়ে হারিয়ে যায় মন আধারে। দেহের ভিতর রাখলাম যারে, সে আমার থাকল না রে খাঁচার পাখি কখন কি আর, মনের পাখি হয় ? তোমার আমার এই পরিচয় সত্যি কি আর হয়। কথায় কথায় মনের ছায়া, মিথ্যে আশায় দিচ্ছে মায়া অবাক আলোয় বনের পাখি, মনের কথা কয় বনের পাখি খাঁচায় থাকে, এমন কি আর হয় লালন বলে খাঁচার কি দোষ, দুয়ার থাকলে খোলা মনের দুয়ার বন্ধ হলে, সময় যে সব যাবে চলে লোহার খাঁচার ছোট্ট ঘরে কোন পাখি কি আর রয় ? আট কুঠুরি নয় দরজা, সে তো খোলার নয় ...... তোমার আমার এই পরিচয় সত্যি হবার নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।