আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিক যুগের "এক কথায় প্রকাশ" (র্পব-০১)

চাই একটি সুন্দর বসুন্ধরা

আধুনিক যুগের- "এক কথায় প্রকাশ" ১. যে কলেজের মেয়েদের দিকে ভুলেও চোখ তুলে তাকাবে না- ইডেন কলেজের। (কারন, লেডিস র্ফাষ্ট তার বাস্তব উদাহরণ ইডেনের পরীরা। ইদানিং উনারা নাকি চাকু, রাম-দা, পিস্তল নিয়ে ঘুরাঘুরি করেন। ভবিষ্যতে গ্রেনেড বা র্শট-গান নিয়ে ঘুরলেও বিষ্মিত হবেন না) ২. যে এলাকার মেয়েদের সাথে প্রেম করতে সাবধান থাকবে- মিরপুরের। (উনাদের বড় ভাইরা র্নিদ্বিধায় ধোলাই দিতে বড়ই ভালবাসেন কিনা...!!) ৩. খাল কেটে কুমির আনা- কুষ্টিয়ায় বিয়ে করা।

(বিশ্লেষণ নিস্প্রয়োজন, কুষ্টিয়ার বধুদের সাথে উল্টা-পাল্টা করে দেখিতে পারেন। ) ৪. ঘুষ বাণিজ্যের র্স্বগীয় উদ্যাণ- দুদক র্কাযালয়। ৫. মাতৃভাষায় "“ঝগড়া-চেঁচামেচি"” র্চচার সেরা ইনস্টিটিউট- সংসদ ভবন। ৬. বহু কালের বহু মিথ্যা আশ্বাসের সাক্ষী- পল্টন ময়দান। ৭. ভ্রাম্যমান টয়লেট- ঢাকার ফুটপথ।

৮. যে শহরে ছেলে-মেয়ে র্পাথক্য করা কঠিন- ঢাকা শহরে। ৯. ডিজিটাল ভালবাসার এ্যানালগ পরিণতি- একটা গেলে আরেকটা আসবেই। ১০. বাংলার দুরারোগ্য ব্যধি- ঘুষ কালচার। ১১. বাংলার ক্যানসার- ইভটিজিং। ১২. ন্যাড়া একবারই বেল তলায় যায়, আর বাঙালীরা- শতবার।

১২. “একবার না পারিলে দেখ শতবার”-এর ডিজিটাল ভাষ্য- একবার না পারিলে, পরেরবার চুরি করে হলেও পারতে হবে। ১৩. বাঙালীর চিরনীতি- ‘"ভালবাসাবাসি’র" চেয়ে "‘ভাল-বাঁশাবাঁশি"’ অতীব সহজ র্কায। বোনাস- • # রাজনীতির সহজ সাধারণ সংজ্ঞা- “ বালক বয়সে গুলতি ছুড়ে মারা, যুবক বয়সে বুলেট ছুড়ে মারা আর মধ্যবয়সে/বৃদ্ধকালে বুলেট খেয়ে মরা। ”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।