আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: পরমার জন্য ....



কবিতা: পরমার জন্য .... -এম জসীম ফুলের সুবাস ফুরায় যেমন তুমি তেমন পলকে- পলকে ফুরাও তবু আঁখি জুড়ে আছো নি:শ্বাসের শরীর জুড়ে থাকো অহর্নিশ আমি প্রেমিক হয়ে বাঁচি ; অমিয় প্রেমের সৌরভে। তুমি - আমি ভিন্ন কিছু নয় এই বিরহ- বিচ্ছেদও ভিন্ন নয় শুধু অনশ্বর প্রেমের অমিয় আকাংখায় কাতর থাকি আমরা। পরমা, একদিন দেখা হবে যেদিন মিলনের স্তর অতিক্রম করে সুবাসিত ফুল হবো , যৈবতি শিশিরে সতেজ দেহ নিবিড় পরাগায়নে জন্মাবে অশরীরী নূরিন ; সেদিন পল্লবের নগ্ন রহস্য খুলে দেবে- মিলনের পূর্ণিমা! আমি বহুকাল তৃষ্ণায় কাতর পোড়া শরীরে তবু দূরে হাতছানি দেয় অদম্য পিপাসা ; অভিসারের জলসাঘর পরমা, আর কত দীর্ঘ এ প্রতীক্ষা ? কবে রাতের তন্ময় হারায়ে রূপের ঝলকে অনুবাদ হবে প্রেমের পরম সত্ত্বা ? কবে অস্তগোধূলির কৃষ্ণবোধ মিলিয়ে যাবে ধ্র“পদ ঝাড়বাতির আলোয় ! ১.৩.২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.