আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ান ডাউনে শাহরিয়ার নাফিস রে চাই !! তাহলেই হবে ব্যালান্সড টিম ।

"এক ষ্টেশনের টিকেট কেটে অন্য কোন স্টপেজে নেমে পড়া আমার আজন্ম স্বভাব" ইয়াহু মেসেন্জার : ahmed_wpsi@yahoo.com

কোয়ার্টার ফাইনালে খেলার আশা এখনো জিইয়ে রেখেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের সাথে বিজয়ে যথেষ্ট উজ্জীবিত সাকিব শিবির । ১৬ কোটি মানুষ তাদের হৃদয়ে এখনো লালন করে চলেছে বিশ্বকাপ স্বপ্ন । আগামী শুক্রবার ওয়েষ্ট ইন্ডিজের সাথে হারলেই অনেক টা ফিকে হয়ে যাবে সেই স্বপ্ন। ফলাফল যাই হোক না কেন আমরা বাংলাদেশ দলের শুভ কামনা করি এবং সব সময় আমরা ১৬ কোটি মানুষ বাংলাদেশ ক্রিকেট দলের সাথে আছি ।

ক্রিকেট বড় মায়াময় খেলা এখানে আছে মুহু মুহু পরিবর্তনের সৌন্দর্য তাইতো এ খেলাতে এত আকর্ষণ । ক্রিকেটে আরেকটি গুরুত্ব পূর্ণ বিষয় হলো--- সেরা দল গঠন । এই সেরা দল নির্বাচন অনেক কঠিন কাজ সেটা যে লেভেলেই হোক না কেন । আপনি যদি আপনার সেরা দল টা নির্বাচন না করতে পারলেন তো মাঠে নামার আগেই হেরে গেলেন । আর রক্ত মাংসের কয়েক জন মানুষ কেই আবেগ বিবর্জিত হয়ে এই কঠিন কাজটি করতে হয় ।

। যাহোক বিভিন্ন পত্র-পত্রিকা ও মিডিয়ার কল্যাণে যতদূর জানা যাচ্ছে, আগামী ম্যাচের জন্য গত স্কোয়াড-ই বহাল থাকবে , টিম ম্যানেজমেন্ট সম্ভবত: উইনিং কম্বিনেশন ভাঙ্গতে চাচ্ছেন না । কিন্তু দলের প্রয়োজনে কিছু পরিবর্তন অত্যান্ত জরুরী । বিশেষ করে ব্যাটিং-এ ৩ নং -এ শাহরিয়ার নাফিস এর কথা বিশেষ ভাবে বিবেচনা যোগ্য । গত দুইটি ম্যাচে এই জায়গাতে জুনায়েদ সিদ্দীকী খেলেছেন ।

তার ঐ দুটি পারফরমেন্স খুব বেশী সুবিধার নয় । বিশেষ করে গত ম্যাচের আউট টি (রান আউট) হয়েছেন অমনযোগের কারণে । যেহেতু ঐ জায়গাতে আমাদের ব্যাক আপ রয়েছে তাহলে আমরা কেন ব্যাক আপ খেলোয়ারের সুযোগ দেবনা ? আবার নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে শাহরিয়ার নাফিসকেই সুযোগ দিতে হয় সর্বাগ্রে । কারণ- সব কিছুর বিচারে শাহরিয়ার নাফিস-ই এগিয়ে । যদিও নাফিস মূলত ওপেনার ছিল তবুও বর্তমান ওয়ান ডে-তে ৩নং পজিশনের ব্যাটস ম্যান কে একজন ওপেনারের গুণাবলী নিয়েই ব্যাট করতে হয় সুতরাং ইমরুল কায়েস - তামিমের জুটি ভাঙ্গলেই সেই স্থানে শাহরিয়ার নাফিস যথার্থ ।

প্রকৃত পক্ষে যদি তুলনামুলক বিচার করা হয় তবে ৩ নং পজিশনে জুনায়েদের চেয়ে অনেক এগিয়ে শাহরিয়ার নাফিস । ৪৮ ম্যাচ খেলে ১ টি সেন্চুরী, ৬টি হাফ সেঞ্চুরী সহ জুনায়েদের গড় যেখানে --২৩ সেখানে ৬৪ ম্যাচ খেলে ৪ টি সেন্চুরী, ১১ টি হাফ সেঞ্চুরী সহ নাফিসের গড় ৩৭ । শাহরিয়ার নাফিসের স্ট্রাইক রেট-ও জুনায়েদের চেয়ে বেশী । এর পর-ও কেন আমরা নাফিস কে সুযোগ দেবনা ? এবার আসেন , টেকনিক্যাল স্কিলের ব্যাপারে । ফুট ওয়ার্ক, রান আপ, শট সিলেকশান , উইকেটের চারিদিকে খেলা, ডাউন দ্যা উইকেটে খেলা প্রভুতীতে নাফিস জুনায়েদের চেয়ে এগিয়ে এবং এই ব্যাপারে জুনায়েদের ভক্তরাও আমার সাখে একমত হবেন ।

২৩ বছর বয়স্ক জুনায়েদ সিদ্দীকী প্রতিভাবান এবং ভবিষ্যতে আরো ভাল করবেন এটা আমরা সবাই প্রত্যাশা করি কিন্তু তাকে খেলিয়ে শাহরিয়ার নাফিসের মত একজন ব্যাটসম্যান এর সার্ভিস থেকে বঞ্চিত হওয়া বোকামী ছাড়া কিছুই নহে । বরং শাহরিয়ার নাফিস দলে থাকা মানে জয়ের সম্ভাবনা বেড়ে যাওয়া এই কারণে যে, তখন আমাদের ম্যাচ উইনার প্লেয়ারের সংখ্যাটাও বেড়ে যায় । তামিম নিজেই কিছুটা ফ্রি থাকতে পারে এই ভেবে যে সে আউট হলেও তার খেলাটা খেলার মত ঠিক তার মত আরেক জন আছে ৩ নং-এ । আর তামিম ,সাকিব,নাফিস, আশরাফুল এই চার জনের মধ্য যদি যে কোন দুই জন মোটামুটি জ্বলে ওঠেন তাহলে তো সেই দিনটিই আমাদের । তামিম, সাকিব, নাফিস দের গড়া ফাউন্ডেশনের উপর রহিম, কায়েস, রকিবুল দের মত প্লে মেকারদের কারিশমা সাথে ছক্কা নাইম আর (আশরাফুল ) এর রাফ এন্ড টাফ ব্যাটিং-এর মিশেল পৃথিবীর যে কোন বোলিং লাইন কেই তো উড়িয়ে দিতে পারে।

আমরা যারা ক্রিকেটের আজন্ম ভক্ত অন্তত: তারা সবাই চাই বাংলাদেশ দলে ৪ সেঞ্চুরী আর ১১ হাফ সেঞ্চুরীর মালিক শুধু দলের হয়ে ২/৩টি ম্যাচ খেলার সুযোগ পাক । তা না হলে আক্ষেপ টা থেকে যাবে বহুদিন যে আক্ষেপ ভীন দেশী ক্রিকেট গুরু জেমি সেডন্স হয়তো কখনোই বুঝবেন না তার পক্ষে সব টুকু বোঝার কথাও না কারণ যত যাই হোক দিন শেষে তো তিনি শুধু মাত্র এক জন প্রফেশনাল ক্রিকেট কোচ । জয়তু বাংলাদেশ । । ।

। । । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.