আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ান জিরো ওয়ান সাইবর্গ টিম এবং কৃতজ্ঞতা

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

গত জানুয়ারী '০৮ থেকে ব্লগে একটি উপন্যাস লিখা শুরু করেছিলাম। শুরুতে 'হিমিডা' নামের এই সোশ্যাল ফিকশনটি একে একে ১৮ পর্ব পর্যন্ত লিখে সমাপ্তি টানতে গিয়ে মনে হলো আমি যে থিমটি দাঁড় করিয়েছি তাতে আরও অনেক তথ্য ইনপুট দিতে হবে। তারপর দীর্ঘদিন ব্লগে আর লিখিনি।

বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, বর্তমান প্রেক্ষাপট ইত্যাদি মিলিয়ে আমাদের যে গন্তব্য তা আমার কাছে অস্পষ্ট ছিল এতোদিন। ধীরে ধীরে স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকে সবকিছু। এতোদিনে আমিও আমার সেই সোশ্যাল ফিকশনটির একটি কাঠামো দাঁড় করিয়ে ফেলেছি। আমি আমার সেই লেখাটিকে পরিপূর্ণ করে অনলাইনে দিয়েছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই ব্লগারদের কাছে যারা শুরু থেকে 'হিমিডা' নামক এই ধারাবাহিক লেখাটি পড়েছেন এবং আমাকে লিখে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন।

এই মুহূর্তে আমি যাঁদেরকে স্মরণ করতে পারছি তাদের মধ্যে অন্যতম হচ্ছেন- সত্যদা, ত্রিভুজ, নাবিক, শীখা, নয়ন, সাইফুর, কানাবাবা, মদনবাবু, তাজুল ইসলাম মুন্না, রোবট রাজকন্যা, নেমেসিস, বিনোদন.কম, প্রান্ত, লোকালটক, সুশীল সমাজ, এম.এ. হামিদ প্রমুখ। "ওয়ান জিরো ওয়ান সাইবর্গ টিম" নামে আমি লেখাটিকে এক নতুন রূপ দিয়েছি। আপনারা এটি পড়ে নতুনভাবে আমার চিন্তাগুলোকে সমৃদ্ধ করতে পারবেন এই কামনায় এখানে বইটির লিংক দিলাম। আপনাদের যে কোন পরামর্শ, মতামত ইত্যাদি জানাতে পারেন এই ই-মেইল ঠিকানায়। View this link



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.