আমাদের কথা খুঁজে নিন

   

লিখতে লিখতে যাচ্ছি___৪

এখন আমি নদীর মত চলি.......

এইমাত্র একটা ফাইটার প্লেন ধঁোয়া দিয়ে তোর নাম লিখে গেল আকাশে একি জন্মদিনের শুভেচ্ছা না হুমকি! সবাই দেখলো ঝাঁকে ঝাঁকে গানশিপ কোনাকুনি ভাবে উড়ে এসে দাঁড়ালো মাথার উপর শহরে এখন লুটপাট আর ফুল দেওয়াদেয়ি কয়েকজনের হাতে মন্ত্রনালয়ের চিঠি ওরা ছুটছে রাষ্ট্রীয় ব্যাংকের দিকে লকারে ওদের জন্য জায়গা রাখা আছে এখন শুধু চুপচাপ ঢুকে পড়তে হবে আবার কেউ কেউ ডুবতে থাকা টাইটানিকের মাথায় উঠে ঘুড়ি উড়াচ্ছে স্টেডিয়ামে স্টেডিয়ামে মানুষ মরার জন্য গিজগিজ করছে একজন বৃদ্ধ বন্দুকের হাত ধরে বারবার বলে যাাচ্ছে "বাবা আমি বুড়ালোক,আমারে আগে মরতে দাও, আমারে আগে..." আর কাত হয়ে গড়ায়ে পড়তেছে দেশ বঙ্গপসাগরে লাখ লাখ মানুষ ঝাঁপায়ে পড়তেছে বর্ডারের দিকে সাঁতরায়ে যাচ্ছে কিন্তু অনেক আগেই পাসওয়ার্ড দিয়ে লক করা সবদিক! এ যেন এক মহা পূণ্যস্নান! "ও আমার দেশের মাটি- তুমিই শুরু,তুমিই শেষ" তুই আমার বাঁ-হাত শক্ত করে ধরে আছিস আমরা একটু আগে উড়া শিখলাম, তাই আর কোথাও যাচ্ছিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.