আমাদের কথা খুঁজে নিন

   

বলতে চাইনি, লিখতে চাইনি। তবুও লিখতে হচ্ছে, জানাতে হচ্ছে, তাই দুঃখও প্রকাশ করছি

"যুদ্ধপাপীদের শাস্তি চাই"

তিনি একজন বাবা। একজন জন্মদাতা। তিনি একজন মুক্তিযোদ্ধা, একজন চিকিৎসক। তাঁর আরো কিছু পরিচয় আছে। তিনি একজন খেয়ালি মানুষ।

তিনি তাঁর রোগীদের প্রতি যতটা যত্নশীল, ততটা তাঁর পরিবারের প্রতি ততটা নন। তিনি মানুষের কথা যতটা ভাবেন, নিজের সন্তানের কথা ততটা ভাবেন না। তিনি তাঁর স্ত্রীর কাছ থেকে যতটা বোকা খান, তার চেয়ে অনেক বেশি সম্মান আর শ্রদ্ধা পান রোগীদের কাছ থেকে, দুস্থ্য মানুষ গুলোর কাছ থেকে। তিনি তাঁর তিনটি সন্তান কে গড়ে তুলেছেন এমনই ভাবে, যাতে তারা দেশকে ভালবাসতে পারে, মানুষকে ভালবাসতে পারে। কিন্তু আর্থিক অনটন যে এমন একটি সরকারি কর্মকর্তার থাকতে পারে তা ক’জনে জানে তা তিনি জানেন না বা তাঁর পরিবারের লোকরাও জানে না।

তাঁর ছোট ছেলের উচ্চ শিক্ষা বন্ধ হয়ে গিয়েছিল টাকার অভাবে। বড় মেয়েকে ডাক্তার বানাতে গিয়েও পারেননি তিনি। বড় ছেলেকে উচ্চ শিক্ষিত করার চেয়ে তাকে দিয়ে আয় করানোর কাজে নিয়োগ দিতে হয়েছে এই ব্যর্থ পিতার। কত জনে জানে সে কথা? কখনো নিজেকে টাকার কাছে বিক্রি হতে দেননি। সততা কাকে বলে আমরা কেউ কী জানি? নাকী হাস্য-রসে ভরে তুলি এই সব কথা? সৎ = যন্ত্রণা, এটা তিনি ও তাঁর পরিবার ভাল করে জানে এবং এখনো জেনে আসছে ও জেনে আসতে থাকবে আমৃত্যু পর্যন্ত।

তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন এবং করছেন ও করবেন। তিনি বহু বিড়ম্বনার শিকার হয়েছেন। চাকুরির শেষ অংশে সন্তানতুল্য ছেলেদের হাতে মারও খেয়েছেন। তাঁর বড় ছেলেকে শিবিরের ছেলেরা মেরে ফেলার জন্য বহু চেষ্টা করেছে। তাঁর ছোট ছেলেটিকে আজো মারার জন্য সুযোগ খুঁজে কাপুরুষের দল।

এ কথা ক’জনে জানে? এরা অন্যায়ের প্রতিবাদ করতে গেলে এদের মুখ বন্ধ করে দেয়া হয়। মামলা করতে গেলে করা হয় হয়রানি। সাহায্যের আশ্বাসের বাণী এদের জন্য আজ বিষকাঁটা। তাই লিখছি, এদের কী বেঁচে থাকার কোন অধিকার আছে? কোন সৎ কর্মকর্তার সততার কোন মূল্য আছে? কোন মুক্তিযোদ্ধা সন্তানের জীবনের কোন মূল্য আছে? কোন মুক্তিযোদ্ধার স্ত্রীর কী বিধবা ছাড়া মৃত্যু বরন করার অধিকার আছে? একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি আরেকজন মুক্তিযোদ্ধার সহমর্মিতা চেয়েও হতাশায় ভোগেন। মুক্তিযোদ্ধা সংসদ জানতে চায় হামলাকারীরা "সরকারি দলের সমর্থক" কীনা!! সাংবাদিকরা নিজেদের আর্থিক লাভ খোঁজার নিন্তায় মগ্ন থাকে যেখানে, সেখানে কীভাবে তিনি তাঁর কথা জানাবেন? পুলিশ যেখানে "কান চুলকানী"-র কাজ নিয়েছে, সেখানে তিনি কী সেবা দিয়ে তাদের "তুষ্টি" করবেন?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.