আমাদের কথা খুঁজে নিন

   

লিখতে লিখতে লেখা

প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে

লিখতে লিখতে লেখা যখন একদম থেমে যায়, তখন আলস্য ভর করে আসে হাতে, গণ্য কবির বই হাতে নিয়ে বিছানায় গড়াগড়ি যেতে যেতে ভাবি : এরকমই যদি হবে দৌড়ঝাঁপ, তবে বেড়ায় গোঁজা ছেনি হাতে নিয়ে মূলা ক্ষেতে চলে যেতে ভয় পাচ্ছি কেন, পাশেই মরিচ ক্ষেত, ভোরবেলা মাটি ভেজা থাকতে থাকতে যেসব দোয়েল পাখি কেঁচো খুঁজতে আসে ওইখানে, তাদের সাথে ভালোমন্দ দু'চার কথা হলে সেসব তো লিখে ফেলতে পারি নির্দ্বিধায়, বাঙালি কবিতা পাঠকের পক্ষীপ্রীতির কথা আমরা তো সকলেই জানি, তাছাড়া ওখানে যদি কুদুলে কাউকে পেয়ে যাই মোড়লবাড়ির, বিড়ি টানতে টানতে বাতরে বসে ওর সংসারের খবরাখবরটাও অন্তত রিলে করতে পারি-- পুকুরে পড়ে যে মেয়েটা ওর মারা গেছে গতবার, তার পরে ওদের আর কাচ্চাবাচ্চা হলো কি না কোনো, কিংবা ভূতেরবাড়ি বলে খ্যাত ওই উঠোনে ওদের যে গাবগাছ ছিল, সে গাছের বেঁচে থাকা এখনো কন্টিনিউ করে কি না, এসবেও কবিতা পাঠকের কোনো অনীহা আছে বলে এ কবির জানা নেই অথচ লিখতে লিখতে লেখা যখন একদম থেমে যায়, তখন কাগজ-কলমকে ঢাল-তলোয়ার ভেবে আমি যথেচ্ছ রাজা উজির মারি, মারতেই থাকি Image from: http://www.mediatinker.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.