আমাদের কথা খুঁজে নিন

   

চরিত্র

দুর্জ্ঞেয় নিরন্তর...

আমি আজ কৈফিয়ৎ দেব না। হ্যাঁ, আমি জানি আমার ভুলগুলো এবং ইচ্ছাকৃত ভুলগুলো। তবুও আমি কৈফিয়ৎ দেব না। আমি আজ আমার ভুল শোধরাব না। আমি জানি আমি চাইলে তা পারি আমি জানি আমার অন্ধকার প্রকোষ্ঠগুলোর জানালা খুলে দিয়ে সেখানে সকালের সোনালি সূর্যের না হোক, অন্তত সন্ধ্যার ঘোলা রৌদ্র আনতে পারি।

গন্ধরাজ, হাসনাহেনা না হোক, অন্তত আমের মুকুলের মৃদু সুবাস আনতে পারি। কিন্তু আমি সেটাও করবো না। আজ আমি ক্ষমাও চাইব না। আমি জানি ক্ষমা চাওয়া মানেই ছোট হয়ে যাওয়া নয় অথবা বলা যায় সেটা নাকি উল্টো মহত্ত্বের পরিচয়! তবুও ওসব করজোর আমি করতে পারব না। না।

আমি চলেও যাব না। আমি থাকব এবং প্রাণভরে উপভোগ করব তোমাদের নিরুপায় আস্ফালন! বহুদিন ধরে আমার বিবেককে ধারশূণ্য করেছি সুনিপুন যত্নে। এমনকি আমার হৃৎস্পন্দনকেও এতো নিয়ন্ত্রণ করে ফেলেছি যে তোমাদের ক্রমবর্ধমান চোখের জল কিংবা ক্রুদ্ধ চিৎকার, কোন কিছুতেই আমার হৃৎপিণ্ড আর চমকে ওঠে না। তাই আমার করতালির শব্দ শোনা ছাড়া তোমাদের আর কিছুই করার নেই। হাঃ হাঃ হাঃ এইতো জীবন!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।