আমাদের কথা খুঁজে নিন

   

নওগাঁর ২০ জন লিবিয়ায়, স্বজনদের উদ্বেগ

আমি বাংলার...।

নওগাঁ, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় রাজনৈতিক সংকটে নওগাঁর ২০ জন সেখানে আটকা পড়েছেন। তাদের এই দুর্দশার সংবাদে দেশে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন। তাদের পিতা-মাতা, স্ত্রী, সন্তানদের দিন কাটছে বাঁধ ভাঙা চোখের পানিতে। রাত কাটছে ঘুমহীন।

লিবিয়া থেকে তাদেরকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার বিশেষ করে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেছেন পরিবারের সদস্যরা। তারা তাদের এই কামনার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। শুক্রবার নওগাঁ শহরের চকপ্রসাদ মহল্লায় অছিমুদ্দিনের বাড়িতে গিয়ে সবাইকে উদ্বিগ্ন দেখা গেছে। অছিমুদ্দিনের দুই ছেলে রাজু ও সুমন রয়েছেন লিবিয়ায়। লিবিয়ার রাজধানী ত্রিপোলী থেকে প্রায় ৮শ কিলোমিটার দূরে অজ্ঞাত স্থানে এক ভবনে অনেকের সঙ্গে তাদেরকে আটকে রাখা হয়েছে।

তারা তিন দিন আগে সর্বশেষ পরিবারের সাথে যোগাযোগ করেছেন। তারপর তাদের ভাগ্যে কী ঘটেছে তা তাঁরা জানতে পারেন নি। মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম, চক কামাল ও পার্শ্ববর্তী গ্রামের ১৮ জন লিবিয়ায় রয়েছেন। শুক্রবার দুপুরে মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চক কামাল গ্রামের হাফিজুর রহমানের বাড়িতে গিয়ে ক্রন্দনরত পিতা-মাতা, স্ত্রী এবং একমাত্র সন্তানকে দেখা যায়। প্রায় পুরো গ্রামের লোক তাদের সান্তনা দেওয়ার জন্য সেখানে উপস্থিত ছিলেন।

হাফিজুর রহমান পিতা মাতার একমাত্র পুত্র সন্তান। প্রায় দুবছর আগে তিনি লিবিয়ায় গেছেন। হঠাৎ করে এভাবে ঝড় নেমে আসায় বিপর্যস্ত হয়ে পড়েছে এই পরিবার। শুক্রবার বিকেলে নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের গোবিন্দপুর পশ্চিম পাড়ায় লুৎফর রহমানের বাড়িতে গিয়ে দেখা যায় একই চিত্র। লুৎফর রহমানের পুত্র বাবুল আকতার ২০০৯ সালের ডিসেম্বর মাসে লিবিয়ায় গেছেন।

বাড়িতে রয়েছেন মা বিলকিস, স্ত্রী নাজমা বেগম এবং জমজ দুই শিশু কন্যা তাবাসসুম ও তাসমীম। বাবুল আকতারের বিপদে তারা বিমর্ষ হয়ে পড়েছেন। সুত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.