আমাদের কথা খুঁজে নিন

   

গুজব শুনলাম : প্রণবের ধমকের ভয়ে দেখা করবেন না খালেদা ‍িজয়া !‍‍‍!!!

My work my life. গুজব শুনলাম বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর ধমকের ভয়ে নাকি খালেদা জিয়া তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন না। আজ দুপুরে খালেদা জিয়ার উপদেষ্টা শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের দেখা না করতে যাবার বিষয়টি স্পষ্ট করেছেন! খালেদা জিয়ার সঙ্গে আগামীকাল দুপুরে হোটেল সোনারগঁাযে দেখা করার কথা ছিল। কিন্তু খালেদা জিয়া এটি বাদ দিয়েছেন। ইতিমধে‌্য দেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এ বিষয়টি কূটনৈতিক দিক থেকে শোভন নয় বলে সাংবাদিকদের জানিয়েছেন!! জানিনা, খালেদা জিয়ার কূটণৈতিক ব্যক্তিত্ব মোর্শেদ খানের কাছো এটি আদৌ তা মনে হয়েছে কিনা। কেননা, তিনি এখনো কিছু বলেন নি! শুনলাম, খালেদা জিয়া দেখা করতে গেলেই নাকি প্রণব তাকে কষে একটা ধমক লাগাতেন! তিনি বলতেন, এটা তুমি কি বলেছ, তুমি কি জান গণহত্যার সঙ্গা কি? তুমি কি মুক্তিযুদ্ধ দেখ নি! খালেদা জিয়া বাঙালি সাধারণ গৃহবধু হয়োো বাংলাদেশের মতো ১টি মুসলিমসংখ্যাগরিষ্ট দেশের প্রধানমন্ত্রী হয়াতে প্রণব নাকি তাকে এতদিন বেশ পছন্দই করতেন।

কিন্তু প্রণব এখন তার নির্বুদ্ধিতায় ভীষণ বিরক্ত হয়েছেন। প এমনিতে প্রণবকে সবাই ঠান্ডা মেজাজের রাজনীতিবিদ বলেই জানে। তার ঠান্ডা ব্যবহােরর কারণেই তার সঙ্গে এদেশের অনেক রাজনৈতিকের ভাল খাতির-টাতির আছে। কিন্থু সেই প্রণব এখন খুব বিরক্ত। তিনি নাকি, খালেদা জিয়াকে কাছে পেলে বলেতন, তোমার মাথায় কি কোন বুদ্ধিই নেই যে, তুমি মুক্তিযুদ্দের বিপক্ষ শক্তির সঙ্গে হাত মেলালে! তুমি কি একাত্তেরর গণহত্যা দেখনি! তুমি কেন এত বোকা, তুমি কি জাননা, পৃথিবীর ইতিহাসে শান্তির বিপক্ষ শক্তির জয় হলে সেই দেশটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়! তুমি কি জান না, এদেশে যদি আর একবার তারা ( কট্টর মুসলিম পক্ষ ক্ষমতায় আসে তো আর কোন প্রগতিশীল শক্তি থাকতে পারবে না! উনি নাকি তাকে আরো বলতেন, যে তুমি বিরোধী দলে থেকেো কি করে এদেশে হিন্দুদের ঘর-বাড়িতে আগুন দেয় সন্ত্রাসীরা? তোমার দলের কর্মী দিয়েো তো তুমি তাদের রক্ষা করতে পারতে? কেন করনি! তিনি বলতেন, তোমাকে তো মেধাবি বলেই মনে করতাম।

কিন্তু তোমার গণহত্যার হিসাব দেখে আমি সতি‌্য বিরক্ত। তুমি ক্ষমতায় এলে আমরা আর তোমার পাশে থাকব না। আর তাই নাকি, খালেদা জিয়া ভয়ে প্রণবের সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছেননা। সকল শিষ্ঠাচার ভঙ্গ করেই? আমার ব্রগ বন্ধুরা তোমরা কি , এ ব্যাপারে কোন গুজব শুনেছ শুনে থাকলে আমাকে জানাবে প্লিজ। ০৩.০৩.২০১৩ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।