আমাদের কথা খুঁজে নিন

   

নাফাখুম এর লোমহর্ষক জার্নি

জানিনা

আমার অন্যতম শখ এর ১ টি হলো ঘুরে বেড়ানো | দেশ বিদেশে যেখানে সুযোগ হয়, সেখানেই দোরাই | লfইফে যত জায়গায় গেছি তারমধ্যে সব থেকে বেশি মজা পাইছি নাফাখুম যেয়ে | গত ১৫ ফেব্রুয়ারী ঢাকা থেকে রউনা হয়ে ১৯ ফেব্রুয়ারী পোছাই নাফাখুম | আমাদের নাফাখুম যাওয়াটা একটু অন্য সময় এর তুলনায় আলাদা ছিল | দিন হিসাবে বর্ণনা করার চেষ্টা করছি | ১৫ ফেব্রুয়ারী রাত ১১.০০ টা আরামবাগ থেকে বাস এ রউনা হইয়া ১৬ ফেব্রুয়ারী সকালে বান্দরবান পোছাই সকাল ৯.০০ তাই চাঁদের গাড়িতে থানচি রউনা হই | পোছাই ১.30 মিটিতে | নেমেই গোছল টা সেরে নেই সান্খু নদীতে | বিকেলে ১ টা ঝিরি পথ দরে হেটে যাই সন্ধা পর্যন্ত | রাতে থানচি রেস্ট হউসে থাকি | ১৭ তারিখ সকালে বোট এ যাবার কথা রেমাক্রী | কিন্তু BDR এর ১ টা প্রবলেম এর কারণে বোট যেতে দিচ্ছে না ওদিকে | দিবে দিবে করে দুপুর পার করে ফেললাম | যাওয়া গেল না | বিকেলে পাশের পাহাড়ে গেলাম | সন্ধার পর রেস্ট হউসে ফিরলাম | ১৮ তারিখ বোট এর অপেক্ষা না করে সকালে ৭.০০ টায় হাটা শুরু করি রেমাক্রীর উদ্দেশে | সাঙ্গু নদীর পার বেয়ে পাহাড়ি পথ হেটে যেতে হচ্ছে | কোনো কোনো জায়গায় নদীর ভিতর দিয়া আবার কোনো কোনো জায়গায় পাহাড়ের চুড়ায় উঠতে হচ্ছে | জটিল ১ experience | ২ পাশের দৃশ গুলো দেখে মনে হচ্ছে- কোনো শিল্পী যেন তার অপন মনে একেছে | ১ কথায় অসাধারণ | তিন্দু পোব্ছাই ১.০০ তার পর | তিন্দুতে গোছল ও দুপুরের সামান্য খাবার খেয়ে নেয় | দুপুর ৩ টা | রেমাক্রী যেতে হবে | কারোর মনে কোনো ক্লান্তি নাই | সবাই রাজি হলো আবার হাটবে রেমাক্রী এর দিকে | সুরু হলো | তুলনামূলক ভাবে আগের পথ এর থেকে অনেক কঠিন এই পথ | রিস্ক ও অনেক বেশি | খাড়া পাহাড়ে উটতে হচ্ছে পাহাড়ের গা বেয়ে পা রাখার সু ব্যবস্থা নাই | কোনো রকম পা এর প্রথম বা শেষ অংশ রাখা যাবে এরকম সিড়ি | হঠাত সন্ধা নেমে এলো | পাহাড়ের মধ্যে অন্ধকার | কথায় কিভাবে যাব জানিনা | ২/১ জায়গায় পথ হারিয়া ফেলছি | সবার মনে এইবার আতংক আশ্রয় নিয়েছে | কিভাবে যাব বাকি পথ ? মাঝ পাহাড়ে কি করব? কি যে ১ অবস্থা? লিফে এ আর কথন এই অবস্থাই পড়তে হবে কিনা জানিনা | বলে এই experience এর কথা বোঝানো যাবে না | আকাশে পূর্নিমা চাদ উঠেছে | মনে হচ্ছে আমাজন এর মাজে একমাত্র হেল্পিং হ্যান্ড | ভালই লাগলো | লোমহর্ষক ১ টা ট্রাভেলিং শেষ করে ৮.০০ তাই আসলাম রেমাক্রী | রাতে থাকার জায়গার সন্ধান করা শুরু হলো | ১ মাত্র রেস্ট হাউজ ফাকা নাই | পরে ১ টা চাটাইয়ের বেরায়ালা ইশকুল পেলাম | বেন্চ গুলো ১ জায়গায় করে রাতে ওখানেই | ১৯ তারিখ সকালে হাত ধরলাম নাফাখুম এর উদেশে | ২ ঘন্টা লাগে যেতে | ৯.০০ তার পরে পচায় | এ এক অদ্ভুত জলপ্রপাত | বাংলাদেশ এ এত সুন্দর জায়গা আছে ভাবতেই মন জুড়ে যাই | সমই পেলে ঘুরে আসুন ১ বার | যদিও আপনাদের ক্ষেত্রে আমাদের মত লোমহর্ষক জার্নি হবে না | সহজ ১ প্ল্যানিং বলে দিচ্ছি- ১. ঢাকা টু বান্দরবান যাবেন বাস এ | (রাতে রউনা হলে সকালে পোছাবেন |) ২. বান্দরবান তেকে থানচি যাবেন চাঁদের গাড়িতে | সময় লাগবে ৪ ঘন্টা মত | (দুপুর ১ টার মধে যাওয়া যাবে |) ৩. থানচি থেকে বোট এ রেমাক্রী | সময় লাগবে ৪ ঘন্টা মত | ( ওই দিন ই রউনা হবেন | প্রথন দিন শেষ |) ৪. খুব সকালে উঠে নাফাখুম রউনা হবেন | যাওয়া ২, আশা ২, মোট ৪ ঘন্টা লাগবে | ওখানে থাকবেন ১ ঘন্টা | ১২ টায় ফিরবেন রেমাক্রী | ঘুরে এসে দুপুরের খাব শেষে আসে পাশে ঘুরে দেখতে পারেন | ( দ্বিতীয় দিন শেষ |) ৫. বোট আগে থেকে টিক করে রাখবেন | সকালে উঠে রউনা থানছির দিকে | থানচি ১ টার দিকে আসবেন | দুপুরে খায়া শেষ করার সঙ্গে সঙ্গে বান্দরবান এর গাড়িতে উঠবেন | রাতের গাড়িতে ঢাকা রউনা | (তৃতীয় দিন শেষ |) ৬. পরদিন সকালে ঢাকা | বাসায় ফিরে ২ ঘন্টা রেস্ট নিয়ে অফিস এ দোর | আরোও ছবি দেখতে ক্লিক করুন : Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.