আমাদের কথা খুঁজে নিন

   

একটি হারানো বিজ্ঞপ্তি

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

আমি নেই। আমাকে পাওয়া যাচ্ছে না কিছুতেই। শেষবার যখন দেখা গিয়েছিল তখন আমার হাতে ছিল নীল প্রজাপতি পায়ে চাপ চাপ কাদা, মেঠো পথের বয়স হরিণ চপল গায়ে রংধনু বর্ণ তারপর উবে গেছি গুম হয়ে গেছি বলা নেই কওয়া নেই। আমি নেই আমাকে যাচ্ছে না পাওয়া কিছুতেই। খোঁজকেরা দেখে নেয় পেঁজা মেঘ সরিয়ে যদি ছেলেখেলা করে আড়ালে থাকি লুকিয়ে! আমাকে গেল না পাওয়া ঘাসের গোড়াতেও কৃষ্ণচূড়ার ডালে, সাম্পানের পালে, ঝিনুকের খোলে, আমি নেই! আমাকে পাওয়া যাচ্ছে না কিছুতেই।

আর কোথায় কিভাবে হারায় কেউ? জানে না ওরা। অভয় ঘোষনায় জোর প্রলোভন চলে। বলে, পৃথিবী কে মুড়ে শব্দ খাতার মলাট করে দেবে সত্যি সত্যি ··· আমি ফিরি না তবু । আমি বামপন্থী আলাপে নেই ডানপন্থী মেজাজে নেই ওরা আমাকে পেল না খুঁজে কোনভাবেই। অবশেষে, খোঁজ থেমে আসে।

স্বজনের অশ্রু মুছে গেছে ওই গণ্ডদেশে। নোনা জলে জোয়ারের পর ভাটা তো আসবেই। আমি নেই। ওরা আমাকে পায়নি খুঁজে কোনভাবেই। আমি আমাতে আর নেই বলে আমি আর কোত্থাও নেই।

আমাকে যায়নি পাওয়া কিছুতেই। আমি আর ফিরিনি কোনদিন। যেন ছিলাম না কোনকালে। ------------------------- [২১ জানুয়ারী ২০১১]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.