আমাদের কথা খুঁজে নিন

   

বাচ্চাদের গিফট

আমার ব্যক্তিগত ব্লগ

আমাদের দেশের নিয়ম হলো নতুন শিশুর মুখ দেখে কিছু দেয়া। প্রধানত: শিশুটিকে (কেউ কেউ শিশুর মায়ের জন্যও গিফট আনেন, এটা জরুরি)। বাচ্চা গিফট কিনতে হলে কি কিনবেন? এখন সব জায়গায় বাচ্চাদের পাউডার, লোশন, সাবান ইত্যাদি নিয়ে গিফট প্যাক থাকে। এগুলো কমন হলেও উপকারী। বাচ্চাদের এসব লাগেই।

এছাড়া আছে জামা কাপড়, জুতা, মোজা। এটার মাপ আপনাকে আন্দাজ করতে হবে। সুতির হওয়াই কাম্য। আপনি যদি বাচ্চার ওজন কত জানেন তাহলে ডায়াপার দিতে পারেন। অবশ্যই নামি ব্র্যান্ডের।

বাচ্চার বয়স ৫ মাস হলে ওয়াকার, ২ বছর হলে ট্রাই সাইকেল, ফুটবল, ক্রিকেট ব্যাট (অবশ্যই প্লাস্টিকের), প্লেট-গ্লাসের সেট দিতে পারেন। চকলেট বাচ্চারা পছন্দ করলেও সব বাবা মা অ্যালাও করেন না। না দেয়াই ভাল। ফুল ছিড়ে কুটিকুটি করা ছাড়া সাধারনত: বাচ্চারা পছন্দ করে না। স্কুলে যায় এমন বাচ্চা হলে স্কুল ব্যাগ, টিফিন বক্স, পানির পট দিতে পারেন।

এছাড়া রং পেন্সিল, ছবি আকার খাতাও দিতে পারেন। ১০/১১ বয়স থেকে গল্পের বই দিতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.