আমাদের কথা খুঁজে নিন

   

বাচ্চাদের চাহিদা

ফেসবুকে আমি https://www.facebook.com/LINCON04 ধরুন, আপনার সন্তান আপনার কাছে একটি খেলনা গাড়ি অথবা ভিডিও গেম দাবি করে বসলো, আপনি কি করবেন? বাচ্চাদের চাহিদার মনস্ত্বাত্তিক দিকটা বুঝা খুব জরুরী, কেন সেটা ব্যাখ্যা করছি। আপনি জানেন, আপনার ঘর বাচ্চাদের খেলনা দিয়ে ভর্তি। কয়েক রকমের গাড়ি, স্পিয়ার গান, এবং আরো নানা রকম রঙ্গিন খেলনা থাকার পর ও বাচ্চাকে আপনি আরো খেলনা কিনে দিতে পারেন। দেখা যায় অধিকাংশ খেলনা বাচ্চারা সপ্তাহের মাথায় ভেঙে ফেলে, এবং অধিকাংশ খেলনার আকর্ষন ঘন্টা খানেক পর শেষ হয়ে যায়। তখন বাচ্চা নতুন খেলনা দাবি করে বসে! সঠিক খেলনা উপকরন বাছাই করতে না পারার কুফল ভোগ করতে হয় অবিভাবককে।

বাচ্চার জন্য এমন খেলনা বাছাই করতে হয় যাতে তার বুদ্ধিভিত্তিক চর্চা হয়। এবং খেয়াল রাখতে হবে যাতে তার খেলনা উপকরনের সঠিক ব্যবহার সে করছে। যেমন, তার জন্য যদি একসাথে তিনটি খেলনা গাড়ি নেয়া হয়, এবং অন্যান্য আরো উপকরণ থাকে তাহলে সে কিন্তু এখানে একি সময়ে মাত্র একটি খেলনা নিয়ে খেলতে পারবে এবং বাকি উপকরণ গুলো অব্যবহৃত থাকবে। বাচ্চার এমন অভ্যাস গড়ে তুলুন যাতে সে পাজল টাইপ গেম কিংবা খেলনা উপকরন গুলো বাছাই করে! তার খেলার সময় নির্ধারিত করে দিতে পারলে ভালো, এবং টুকিটাকি নিজের কাজ নিজে গুছিয়ে রাখতে পারাটা তার খেলার অংশ হিসেবে শিখিয়ে দিতে পারেন। এতে তার কাজ করার ভালো অভ্যাস গড়ে উঠবে।

এবার আসি, যারা একেবারেই বাচ্চাদের খেলনা উপকরণ কিনে দিতে পারেন না তাদের বেলায়। কিংবা বাচ্চার চাহিদা যারা বুঝতে পারেন না তাদের কথায়। হয়তো বাচ্চা একটি সাইকেল দাবি করলো, আপনি জানেন এখন আপনার বাচ্চার সাইকেল নেয়া বিপজ্জনক। এটি বাচ্চাকে ভালোভাবে বুঝিয়ে বলুন। কিংবা ভিডিও গেম কিনতে চাইলো, আপনি সরাসরি না বলে দিলেন।

বাচ্চার কিন্তু চাহিদা থেকেই গেল! হয়তো সে সুযোগ বুঝে আপনার পকেট থেকে টাকা সরিয়ে ভিডিও গেম কিনে ফেলবে আপনার অগোচরে। এবং মনস্ত্বাত্তিক ভাবে সে খারাপ কিছু অভ্যাস তৈরি করে ফেলবে। যেমনঃ মিথ্যা বলা, আরো টাকা সরানো, ইত্যাদি। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.