আমাদের কথা খুঁজে নিন

   

বৈশাখ (বাচ্চাদের জন্য)

বুদ্ধিজীবী হতে ডিগ্রী লাগেনা। ঐ এল বৈশাখ মেঘেরা বাজায় ঢাক, গুরু গুরু আওয়াজে গলা সাজে তারা রেওয়াজে। বেসামাল বৈশাখী হাওয়া করছে শুধু আসা যাওয়া, ধূলা ওড়ে, ওড়ে ঝরাপাতা বাতাসেতে উড়ে গেল কাকার ছাতা। মেঘেদের ডাকে বাতাস নাচে আম শাঁখে ঘরে কি আর মন থাকে এ কথা কেমনে বোঝাই মাকে। ঝড় এলে মন দোলে আমতলা যাই পড়া ফেলে, মা দিলো বকা, বাবা দিলো ঝাড়ি কালবৈশাখি তুমি ফিরে যাও বাড়ী। (বাচ্চাদের জন্য লিখলাম। বাচ্চারা পড়বে বলে মনে হয় না। আপাতত বাচ্চাদের বাপেরা পড়ুক)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।