আমাদের কথা খুঁজে নিন

   

যে আন্দোলনে লাখো মানুষ বেলুন ওড়ায়, মোমবাতি জ্বালায়, গান গায় সে আন্দোলন গণহত্যার ইন্ধন জোগাবে এই কথা পাগল তো দূরে থাক কাদের সিদ্দীকিও বিশ্বাস করবে না।

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... আজকে আমরা যারা খালেদা জিয়ার বক্তৃতার বিরোধিতা করছি তারা কিন্তু সরকারের সমর্থক না, এই আন্দোলনটা শুরুই হয়েছিল সরকারের বিরুদ্ধে। আমরা যারা কোনদিন ভোট পর্যন্ত দেইনি তারাও আজ খালেদা জিয়ার মিথ্যাচারের হতাশ, লজ্জিত নেত্রী বললেনঃ আমরা প্রতিনিয়ত ঘৃণা, বিদ্বেষ ছড়াচ্ছি। জাতীয় জীবনে বিভেদ-বিভাজনকে উস্কে দিচ্ছি। স্বাধীন মত প্রকাশের কারণে সম্মানিত নাগরিকদের নাম ধরে হুমকি দিচ্ছি সরকার-বিরোধী সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলো বন্ধ করার হুমকি দিচ্ছি . . . ঠিকই বলেছেন আমরা ঘৃণা ছড়াচ্ছি, কাদের বিরুদ্ধে ?? তাদের বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক ঘৃণাকে উস্কে দেয় বারবার হ্যাঁ আমরা "মাহমদুর রহমানের" নাম নিচ্ছি , সেই মাহমদুর রহমান যে মুক্তিযুদ্ধকে গৃহযুদ্ধ বলে বেড়ায় হ্যাঁ আমরা দিগন্ত, সংগ্রাম বন্ধ করার হুমকি দিচ্ছি কিন্তু আপা আপনার নেতাদের মালিকানাধীন বেশ কয়েকটা চ্যানেল বহাল তবিয়তেই আছে কেন আছে জানেন ?? হলুদ সাংবাদিকতা করে না, ধর্মীয় উস্কানি ছড়ায় না, মিথ্যা খবর বানায় না শেষে রমণী বললেনঃ "সরকার গণ-আন্দোলনের ইন্ধনে গণহত্যা চালাচ্ছে" যে আন্দোলনে লাখো মানুষ বেলুন ওড়ায়, মোমবাতি জ্বালায়, গান গায় সে আন্দোলন গণহত্যার ইন্ধন জোগাবে এই কথা পাগল তো দূরে থাক কাদের সিদ্দীকিও বিশ্বাস করবে না। একজন কর্নেল তাহেরের রক্ত লেগে আছে আপনার শাড়িতে ম্যাডাম বুঝতে পারছি না শ্লোগানটা দিয়েই দেব কি না খ-তে ......................................... void(1);

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.