আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন কি দেখব?

আবোল-তাবোল মানুষ তাই বলার কিছু নেই।

স্বপ্ন(!) অবিশ্বাস্য। কি দেখি স্বপ্নে, কি হয় বাস্তবে? মিলাতে পারি না। মিলাতে গিয়ে তাল-গোল পাকিয়ে ফেলি। মাঝে মাঝে মনে হয় আমার চোখে ভ্রম হচ্ছে।

কিন্তু পরক্ষ্ণনেই ভ্রম ভাঙ্গে। দেখি না, বাস্তবে যা দেখছি তাই সত্যি(!)। অধিকাংশই মেনে নিচ্ছে(!)। কিন্তু অনেকেই আবার মেনে নিতে পারি নি। এই দোলা চালেই চলছে আমদের জীবন।

আজকে আমরা আমাদের স্বপ্ন দেখি, স্বপ্ন নির্মাণ করতে চাই। কিন্তু স্বপ্ন নির্মাণের পথে অনেক বাধা। সেই বাঁধা কিভাবে অতিক্রম করব। সেই বাঁধা কি কখনও অতিক্রম করতে পারব। সেই স্বপ্নের সামনে আজকে ক্ষুদ্র কয়েকটি প্রশ্ন? • আমরা তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ।

যেখানে হাজারো মানুষ থাকে অনাহারে, অর্ধাহারে। খোলা আকাশের নিচে রাত্রি জাপন করে। কিন্তু এই ব্যাপারে যখন নীতিনির্ধারনী পযায়ের এই বাপারে কারও মাথা ব্যাথা নেই। এই অবস্থায় আমি কি স্বপ্ন দেখব? • অসম্প্রদায়িকতার চেতনায় উদ্ভাসিত বাংলাদেশ আজকে সাম্প্রদায়িকতার বেড়াজালে আবদ্ধ। হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান একে অপরকে বাকা চোখে দেখে।

সংস্কৃতির ধারক ও বাহকের ভাস্কর্য যখন ভেঙে ফেলা হয়। সেই জগণ্য কৃতকর্মের কোন শাস্তি হয় না। সেইখানে দাড়িয়ে আমি কি স্বপ্ন দেখব? • দেশের অহংকার মুক্তযোদ্ধাদের লাথি মেরে যখন গাড়িতে বহুল কষ্টার্জিত পতাকা গাড়ির সামনে উড়িয়ে অপবিত্র করে ফেলে এবং বুক উচুঁ করে বলে বাংলাদেশে কোন যুদ্ধাপরাধী নেই। সেই সাথে একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন এই ব্যাপারে ঠু শব্দটি পর্যন্ত করে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি স্বপ্ন দেখব/ আমার যে স্বপ্ন দেখতে ভয় হয়।

• দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া এগিয়ে চলছে ঠিক সে সময় তারা লোখ দেখানো মুক্তিযুদ্ধ সংগঠন খুলে বসে এবং ঘটা করে বিজয় দিবস, স্বাধীনতা দিবস পালন করে আমাদের পবিত্র অর্জনকে কলঙ্কিত করে ফেলে, সেই জায়গায় আমি কি স্বপ্ন দেখব!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.