আমাদের কথা খুঁজে নিন

   

বাঘে বাঘে বাঘা লড়াই।


গতকালের খেলাটার পর মনে হলো তার আগের রাতের সব আনন্দ শেবাগ মাটি করে দিলো। আমি কিছু রঙ কিনে এনে ছিলাম, ভেবেছিলাম আমার দেশ জয় লাভ করলে এগুলো ব্যাবহার করবো। খেলা যত গড়াতে লাগলো, ততই আমার রঙ ফিঁকে হয়ে যেতে লাগলো। হায়রে রঙ। যাই হোক, টাইগারদের ব্যাটিং এ আমার রঙ আবারো ফুঁততে শুরু করলো।

তামিম, ইমরুল,সাকিব আমার রঙ আমার দেশের রঙ ফিকে হয়ে যেতে দেয়নি এতটুকু। তবে ৩০০ রান করলে আমার খুশিটা একটু বেশি লাগতো, তারা পারতো ৩০০করতে। যাএ হোক ২ বাঘ লড়াই করলে একবার এই বাঘ জিতবে , একবা ঐ বাঘ জিতবে এটাই স্বাভাবিক। তবে যে গর্জন করেছে রয়েল বেঙ্গল টাইগাররা, তাতে বাকী প্রতিপক্ষরা বুঁঝে গিয়েছে যে তাদের অবস্থা কি হতে পারে। ২০০৭ এর বিশ্বকাপে আমাদের টাইগাররা জয় লাভ করেছিলো।

২০১১ এর বিশ্বকাপে আবারো এই ২ বাঘের লড়াইতে জয় লাভ করলো বেঙ্গল টাইগাররা, পরের বার দেখা যাবে আমাদের রয়েল বেঙ্গল টাইগাররা জয়ী হয়েছে। আমরা সেই জয়ের অপেক্ষায় রইলাম। শু কামনা রইলো সাকিবদের প্রতি। বিঃদ্রঃ ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ, তবে তারা ডাকে শুধু বেঙ্গল টাইগার, আর আমাদের হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার। )
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.