আমাদের কথা খুঁজে নিন

   

উদ্বোধনী ম্যাচ এবং বাংলাদেশঃ



বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর উদ্বোধনী দেশ বাংলাদেশ,এটা একটা স্বপ্ন ছিল আমাদের জন্য। উদ্বোধনী অনুষ্ঠান আমরা সফলতার সাথেই আয়োজন করতে সক্ষম হয়েছি। যদিও এ নিয়ে অনেক অভিমত রয়েছে,অনেকের অভিমত কেন আরো ঐতিহ্যবাহী এলাকা দেখানো হয়নি,দেশ পরিচিতি অংশটা হিজিবিজি হয়েছে,আরো কত কিছু। কিন্তু এরিয়াল ক্রিকেট,এ্যাডমিসন ইন বাংলাদেশ,অধিনায়কদের মাঠে উপস্থিতি সব আইডিয়াই ছিল অসাধারন। এগুলোর কথা কেন কেউই বলছে না।

আমাদের আসলেই ভাল কিছুকে স্বাগত জানানোর মানসিকতা এখনো তৈরি হয়নি। এবার আশা যাক গতকালের খেলার বিষয়ে,কাল ছিল বাংলাদেশ আর ভারতের মধ্যকার প্রথম খেলা। বাংলাদেশ যথেষ্ঠ ভাল খেলেছে। ৩৭১ রান তাড়া করা বাংলাদেশকে এতটুকু ভয়পেতে দেখিনি। বরং সাহসিকতার সাথে শেষ বল মোকাবেলা করতে দেখেছি।

এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি,আমরা আশা করতেই পারি বাংলাদেশ ক্রিকেট টিম পরবর্তী ম্যাচ আরো অনেক ভাল করবে। এবার আসি আমাদের(যারা দর্শক)প্রসঙ্গে,কাল অনেক দর্শককে চরম মন খারাপ হতে দেখেছি,কারণ বাংলাদেশের হার নয়,বরং শচীন কেন অল্প রানে আউট হল,আনন্দিত হতে দেখেছি শেবাগ যখন ১৭৫ রান করেছে,তার আউটে কষ্ট পেতেও দেখছি। এই হল আমাদের অবস্থা। বাংলাদেশের খেলায় অন্য দেশকে সার্পোট করা,খুব দেশ প্রেম। মানুষের কি এতটুকুও লজ্জাবোদধ নাই??? পাকিস্তান ক্রিকেটকে সার্পোট করলে রাজাকার বলা হয়,যদিও প্রতিপক্ষ বাংলাদেশ নয়।

এখন আপনাদের সবার কাছে আমার প্রশ্ন এই ভারত সার্পোটারদের কি বলা উচিত????? এদেরকে ভারতের দালাল বলা কি খুব বেশি ভুল হবে??সীমান্তে যে ভারত নির্বীচারে আমাদের নীরিহ বাংলাদেশীদের হত্যা করছে,তাদেরকে সার্পোট করা,খুব দেশ বেশী প্রেম। ক্রিকেট সম্প্রীতির খেলা,এখানে অন্যকিছুকে আমরা বরং না আনি,কিন্তু দেশপ্রেমের বিষয়টা থাকা উচিত। আপনাদের কি অভিমত????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.