আমাদের কথা খুঁজে নিন

   

স্নোডেন কাণ্ড ও রাশিয়া-যুক্তরাষ্ট্রের পরিবর্তিত সম্পর্ক

কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহলের অস্বস্তির জন্য দায়ী অ্যাডওয়ার্ড স্নোডেনের ঘটনা এখন সিরিয়া-যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা ও ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে সমঝোতার বিষয়েও ছায়া ফেলেছে। এ কাণ্ড একই সঙ্গে পরমাণু অস্ত্র কমানোর চুক্তির ব্যাপারে হোয়াইট হাউসের ইচ্ছার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলেছে। রয়টার্সের খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাশিয়া স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেওয়ায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অবনমিত সম্পর্ক বছরের সবচেয়ে বাজে অবস্থায় ঠেকেছে। আবার ভূ-রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে একত্রে কাজ করার প্রচেষ্টাকে আরও ঝামেলাপূর্ণ করেছে। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাবেক ঠিকাদারকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে রাশিয়া সরাসরি ওবামার গালে চপেটাঘাত করেছে। ফলে আসন্ন সেপ্টেম্বরে রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠেয় এক সম্মেলনে যোগ না দেওয়ার ব্যাপারে ভাবছেন ওবামা, যা হবে প্রেসিডেন্ট পুতিনের জন্য চরম অবমাননাকর।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.