আমাদের কথা খুঁজে নিন

   

স্নোডেন হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা

মার্কিন গোপন নজরদারির তথ্য ফাঁসকারী সাবেক সিআইএ কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেন এবার হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা। স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র স্নোডেনের আইনজীবীর মাধ্যমে তার অনুমতি নিয়ে ছাত্র উপদেষ্টা হিসেবে তাকে মনোনীত করেন।

ওই ছাত্ররা এক বিবৃতিতে বলেন, ‘অ্যাডওয়ার্ড স্নোডেনকে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা ভীষণ আনন্দিত।’

এর আগে নেলসন ম্যান্ডেলার স্ত্রী উইনি ম্যান্ডেলা ও ইসরায়েলের পরমাণু সংক্রান্ত তথ্য ফাঁসকারী মোরডেকাই ভানুনু গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছিলেন। বর্তমানে লিবারেল ডেমোক্রাট পার্টির নেতা চার্লস কেনেডি গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত বছরের আগস্টে রাশিয়ায় সাময়িকভাবে আশ্রয় পেয়েছেন স্নোডেন। রাশিয়ার এই পদক্ষেপে অবশ্য যুক্তরাষ্ট্র বেশ নাখোশ। স্নোডেন বর্তমানে মস্কোর কোনো এলাকায় বসবাস করছেন বলে ধারণা করা হয়। সূত্র: এএফপি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.