আমাদের কথা খুঁজে নিন

   

আমার জীবনের স্মরণীয় দিন অথবা কার দাম কত!

sadhincheta@ymail.com

১১ ফেব্রুয়ারি । আমার জীবনের একটি স্মরণীয় দিন। না কোনো ঐতিহাসিক কাজ করিনি। গিয়েছিলাম বইমেলা। জীবনে প্রথম।

লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কেটেছি অনেক। এবার লাইনে দাঁড়িয়ে জ্ঞানের টিকিট কাটলাম বোধয়। হাজারো বই এর ঢেও এ তরঙ্গায়িত হয়েছি। হয়েছে জীবনভর মনে রখার মত অভিজ্ঞতা। হ্যা, বই কিনলাম।

মোটে তিনটা! আর দেখলাম। দেখলাম সব বয়সের মানুষ। তারা রঙিন জামা গায়ে ব্যাগ ভর্তি করে বই কিনে নিয়ে যাচ্ছে । আমারও ইচ্ছা করল ব্যাগে করে বই নিতে। কিন্তু এবার হাতেই নিতে হল।

পকেটে মাত্র ৩০০ টাকা। দেখলাম শিশু, কিশোর। বাবা মায়ের সাথে এসেছে তারা। বই কিনছে মনের আনন্দে। গল্পের কিংবা গনিতের।

বড় হয়ে তারা জ্ঞানী হবে। বিভিন্ন টিভি চ্যানেলের লোকেরা তাদের সাক্ষ্যাতকার নিচ্ছে। তারা কী সুন্দর কথা বলে! সবাই খুব খুশি। টিভিতে তাদের দেখাবে। আবার দেখলাম শিশু, কিশোর।

একই আঙিনায় ভিন্ন দল। এরা খেলনা বিক্রি করছে। এরা বই কিনবে না, ভাত খাবে। বড় হয়ে তারা ঞ্জানী হবে না। মূর্খের দল।

মূর্খদের কেও সাক্ষ্যাতকার নেয় না। বাইরে এসে দেখলাম একদামে বই বিক্রি হচ্ছে। একদাম ৬০ টাকা। আমার মত মানুষের জন্য বোধয়। কিন্তু কেও কিনছে না।

আমিও কিনলাম না। দাম কমলে কি বই এর মূল্য কমে যায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.